ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইরাকে নতুন নির্বাচনী আইন

প্রকাশিত: ১০:৫৪, ২৬ ডিসেম্বর ২০১৯

ইরাকে নতুন নির্বাচনী আইন

ইরাকের পার্লামেন্ট নিরপেক্ষ রাজনীতিকদের জন্য নির্বাচনে আসন জয়লাভে অধিকতর সুযোগ প্রদানের লক্ষে মঙ্গলবার একটি নতুন নির্বাচনী আইন অনুমোদন করেছে। নতুন আইনে দেশের ১৮টি প্রদেশের প্রতিটিকে কয়েকটি নির্বাচনী এলাকায় ভাগ করা হয়েছে। প্রতি ১ লাখ লোকের জন্য ১ জন আইন পরিষদ সদস্য নির্বাচিত করার সুযোগ রাখা হয়েছে। এপি। নতুন আইনে কোন ঐক্যবদ্ধ তালিকা থেকে নির্বাচনে প্রতিযোগিতা না করার জন্য দলগুলোর ওপর প্রতিবন্ধক আরোপ করা হয়েছে। উপরন্তু, নির্বাচনী এলাকায় যে কেউ বেশির ভাগ ভোট পাবেন তিনিই বিজয়ী হবেন। লাখ লাখ বিক্ষোভকারীর প্রধান দাবি অনুযায়ী নতুন নির্বাচনী আইনটির খসড়া করা হয়। বিক্ষোভকারীরা যাদের মধ্যে বেশির ভাগ হচ্ছে শিয়া (দক্ষিণাঞ্চলীয়), বিভিন্ন দাবিতে ১ অক্টোবর থেকে রাস্তায় নেমে এসেছেন। তারা এর মধ্যে গত মাসে প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদিকে পদত্যাগে বাধ্য করেছেন। ইরাকী নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে বারবার মরণঘাতী অস্ত্র ব্যবহার করেছে এবং এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৪ শ’। নতুন আইন ইরাকের নেতৃত্ববিহীন আন্দোলনের জন্য যথেষ্ট কি না তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। বিক্ষোভকারীরা আন্দোলন বিক্ষোভের প্রাণকেন্দ্র তাহরির স্কয়ারে লাউড স্পীকারের মাধ্যমে স্বাভাবিকভাবে বিবৃতি পড়ে শোনাচ্ছেন।
×