ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এনআরসি ও সিএএ বিরোধী বিজ্ঞাপন বন্ধের নির্দেশ কলকাতা হাইকোর্টের

প্রকাশিত: ১০:৫৩, ২৬ ডিসেম্বর ২০১৯

এনআরসি ও সিএএ বিরোধী বিজ্ঞাপন বন্ধের নির্দেশ কলকাতা হাইকোর্টের

এনআরসি এবং নাগরিকত্ব আইনের বিরুদ্ধে উত্তাল সারা ভারত। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই আইন বাংলায় প্রয়োগ করা হবে না বলে স্পষ্ট ঘোষণা করেছেন। কিন্তু বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে রায় দিল আদালত। এই বিষয়ে অনেক বিজ্ঞাপনও চলমান আছে পশ্চিমবঙ্গে। আনন্দবাজার পত্রিকা। এনআরসি এবং নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সব ধরনের বিজ্ঞাপন বন্ধের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সিএএ এবং এনআরসির বিরুদ্ধে প্রচারিত বিজ্ঞাপন বন্ধের জন্য মমতা সরকারের কাছে একাধিক আবেদন জমা পড়ার প্রেক্ষিতে এমন নির্দেশ দিলেন উচ্চ আদালত। প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণান ও বিচারপতি রাধাকৃষ্ণানের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের বিরুদ্ধে এ আদেশ দেয়। এর আগে মমতা বলেন, তার সরকার নাগরিকত্ব বিষয়ে নতুন আইন এবং এনআরসি পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করবেন না। ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির অন্য মন্ত্রীরা বলেছেন, দেশজুড়ে এই আইন প্রয়োগ করার পরিকল্পনা আছে। অসমে এরই মধ্যে এনআরসির প্রয়োগ করা হয়েছে। আদালতে শুনানিতে রাজ্য সরকারের হয়ে মামলায় লড়াই করা প্রধান আইনজীবী কিশোর দত্ত বলেন, আপাতত বিজ্ঞাপনগুলো বন্ধ করে দেয়া হয়েছে। তবে আবেদনকারীদের হয়ে পাল্টা বক্তব্যে তাদের আইনজীবী বলেন, এখনও বিজ্ঞাপনগুলো পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইটে আছে। আগামী ৯ জানুয়ারি কলকাতা হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি হবে।
×