ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মন্দা কাটাতে ভারতকে ‘জরুরী’ পদক্ষেপ নেয়ার আহ্বান

প্রকাশিত: ১০:৫৩, ২৬ ডিসেম্বর ২০১৯

মন্দা কাটাতে ভারতকে ‘জরুরী’ পদক্ষেপ নেয়ার আহ্বান

ভারতের সরকারকে অর্থনীতিতে অর্থনৈতিক শ্লথগতি নিরসনের জন্য অবশ্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। যেহেতু বৈশ্বিক প্রবৃদ্ধির চালিকা শক্তিগুলোর অন্যতম হচ্ছে অর্থনীতি। আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) সোমবার এ কথা বলেছে। সংস্থা এর বাৎসরিক পর্যালোচনায় বিশ্বের দ্রুত বর্ধমান অর্থনীতিগুলোর অন্যতম এ অর্থনীতি নিয়ন্ত্রণের জন্য অন্যান্য উপাদানের সঙ্গে ভোগ, বিনিয়োগ ও কর রাজস্ব পড়ে যাওয়ার ব্যাপারটি সংযুক্ত। এ কথা অস্বীকার করে এ আহ্বান জানিয়েছে। এএফপি। আইএমএফ এশিয়া এ্যান্ড প্যাসিফিক দফতরের রানিল সালগাদো রিপোর্টারদের বলেন, লাখ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করার পর ভারত এক তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক শ্লথগতির মধ্যে অবস্থান করছে। বর্তমান অর্থনীতিতে মন্দা কাটিয়ে উচ্চ প্রবৃদ্ধিতে ফিরে যাওয়ার জন্য প্রয়োজন জরুরী সক্রিয় নীতি গ্রহণ। তহবিল সতর্কতা উচ্চারণ করে বলেছে, তারপরও প্রবৃদ্ধির জন্য বিশেষ করে উচ্চ ঋণ পর্যায় এ সুদ পেমেন্টের জন্য ব্যয় বৃদ্ধিতে সরকারের সীমিত সুযোগ রয়েছে। আইএমএফের প্রধান গীতা গোপীনাথ গত সপ্তাহে ভারতের অর্থনীতিতে মন্দার জন্য বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, ওয়ার্ল্ড ইকোনমি আউটলুকে ভারতীয় অর্থনীতির প্রবৃদ্ধির জন্য তহবিল বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। সালগাদো বলেন, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের একটা সুযোগ রয়েছে, সুদের হার আরও হ্রাস করার বিশেষ করে যদি অর্থনৈতিক মন্দা অব্যাহত থাকে। ভারতের রিজার্ভ ব্যাংক গত নয় বছরের মধ্যে এ বছর পাঁচবার ঋণের হার হ্রাস করেছে। কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের দাবি ও উৎপাদন তৎপরতার জন্য এর বাৎসরিক প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশ থেকে ৫ শতাংশ হ্রাস করেছে।
×