ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দূষণে ভারতে মৃত্যুহার সবচেয়ে বেশি

প্রকাশিত: ১০:৫২, ২৬ ডিসেম্বর ২০১৯

দূষণে ভারতে মৃত্যুহার সবচেয়ে বেশি

পৃথিবীতে দূষণজনিত মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি ঘটে ভারতে। এর পরে রয়েছে চীন ও নাইজিরিয়া। বুধবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বাতাস, পানি ও কর্মক্ষেত্রে দূষণের বৈশ্বিক প্রভাব অন্তর্ভুক্ত করা হয়েছে। এএফপি। গ্লোবাল এলায়েন্স অন হেলথ এ্যান্ড পলিউশন (জিএএইচপি) তাদের প্রতিবেদনে বলেছে, দূষণ হলো পৃথিবীতে অকাল মৃত্যুর বৃহত্তম পরিবেশগত কারণ এবং তা সমস্ত মৃত্যুর ১৫ শতাংশ এবং প্রায় ৮৩ লাখ মানুষ। দশটি দেশ এই তালিকায় শীর্ষে রয়েছে। এর মধ্যে কয়েকটি বড় এবং ধনী দেশ রয়েছে। পাশাপাশি রয়েছে কয়েকটি গরিব দেশ। এসব দেশে ২০১৭ সালে দূষণে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই বছরের তথ্য-উপাত্তের ভিত্তিতে এ বিশ্লেষণ করা হয়েছে। দূষণজনিত মৃত্যুর সংখ্যায় ভারত ও চীন এগিয়ে রয়েছে। ভারতে ২৩ লাখ এবং চীনে ১৮ লাখ মানুষ মারা গেছে। এর পরে রয়েছে নাইজিরিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তান। ৭ম অবস্থানে রয়েছে ৩২ কোটি ৫০ লাখ লোকের দেশ যুক্তরাষ্ট্র। সেখানে ২ লাখ লোক মারা গেছে। জিএএইচপি’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রাসেল কুপকা বলেছেন যে, ‘দূষণ একটি বৈশ্বিক সঙ্কট।’ দূষণজনিত মৃত্যুও হার সবচেয়ে বেশি বিশ্বের কিছু হতদরিদ্র দেশে, যেখানে নিম্নমানের জলীয় পয়োনিষ্কাসন ব্যবস্থা এবং ঘরের অভ্যন্তরীণ দূষিত বাতাস প্রধান হত্যাকারী। চাঁদ, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও উত্তর কোরিয়ায় এ সংখ্য বেশি। ভারতে প্রতি এক লাখ মানুষে ১৭৪ জনের মৃত্যুর মধ্যে ১০ জনের মৃত্যু দূষণজনিত কারণে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘নগরায়ণ বাড়ায় ভারতে কারখানা ও যানবাহনের দূষণ বৃদ্ধি পাচ্ছে। নিম্নমানের পয়োনিষ্কাসন এবং ঘরের ভেতরের দূষিত বাতাস কম আয়ের সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে।’ অপরপক্ষে দূষণে কম মৃত্যুহারের দিক থেকে আরব উপদ্বীপে রয়েছে পাঁচটি দেশ। এর মধ্যে কাতারে মৃত্যুহার সর্বনিম্ন।
×