ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদেশে নারী শ্রমিক নির্যাতিত হলে মামলা করবে সরকার

প্রকাশিত: ১০:৫১, ২৬ ডিসেম্বর ২০১৯

বিদেশে নারী শ্রমিক নির্যাতিত হলে মামলা করবে সরকার

জনকণ্ঠ ডেস্ক ॥ বিদেশে নারী শ্রমিক নির্যাতনের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে সরকার। এখন থেকে যে কোন দেশে বাংলাদেশী নারী শ্রমিক নির্যাতনের শিকার হলে সরকারের পক্ষ থেকে প্রতিকারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে মামলাও করবে সরকার। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এরই মধ্যে সংশ্লিষ্টদের এ বিষয়ে পদক্ষেপ নিতে সরকারের উর্ধতন মহল থেকে নির্দেশ দেয়া হয়েছে। বিশেষ করে সৌদি আরবের গৃহকর্মী নির্যাতনের কয়েকটি ঘটনা চলতি বছর বেশি আলোচনায় আসার প্রেক্ষিতে এই বিষয়ে কঠোর অবস্থায় যাচ্ছে সরকার। খবর ওয়েবসাইটের। জানা গেছে, গত ২৫ নবেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এবং ২৭ নবেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়। প্রবাসে কর্মরত নারী নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে সরকারের উর্ধতন মহল থেকেও। পাশাপাশি নারীদের নিশ্চিন্তে কাজ করতে বলা হয়েছে। পাশাপাশি কোন নারী নির্যাতনের শিকার হলে সঙ্গে সঙ্গে পররাষ্ট্র বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাদী হয় মামলা করার নির্দেশনা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস, কনস্যুলেট অফিস এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ও সমন্বয় করবে। বিষয়টি তদারকি করবে দুটো মন্ত্রণালয়ই। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ফারুক খান জানিয়েছেন, প্রবাসী নারী কর্মীদের ক্ষেত্রে নির্যাতনের সংখ্যা যেটাই হোক তা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। কোন নারী নির্যাতনের শিকার হলে পররাষ্ট্র বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে বাদী হয়ে মামলা করতে বলা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ সালেহীন বলেন, ‘মাঝে মধ্যেই বিভিন্ন দেশ থেকে বিশেষ করে নারী কর্মীদের ওপর নির্যাতনের খবর আসে। বিষয়গুলো সমাধানে আমাদের আন্তরিকতার ঘাটতি নেই। তবে এ কথাও মনে রাখতে হবে সরকারের একার পক্ষে সবকিছুর সমাধান সম্ভব নয়। আমরা সমস্যার বিষয়টি স্বীকার করি। সমাধানও করতে চাই।’ বিদেশে নারী শ্রমিক নির্যাতনের বেশি ঘটনা ঘটে সৌদি আরবে। বিষয়টি আমলে নিয়ে সরকারের পক্ষ থেকে কাজ করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘ঢাকায় সৌদি আরব দূতাবাসের শার্জ দ্য এ্যাফেয়ার্সকে ডেকে বিষয়টি জানানো হয়েছে। সৌদি আরবে বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত রয়েছেন, তাকেও নির্দেশনা দেয়া হয়েছে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিষয়টি তোলার জন্য। এছাড়া দেশটিতে নারী কর্মী পাঠানো রিক্রুট এজেন্সিদের মধ্যে অনিয়মের কারণে ১৬০টির কার্যক্রম স্থগিত করা হয়েছে। তিনটি এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। জরিমানা করা হয়েছে কোটি টাকার বেশি। এক্ষেত্রে সরকারের অবস্থান জিরো টলারেন্স।’
×