ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যথাযোগ্য মর্যাদায় শুভ বড়দিন উদযাপিত

প্রকাশিত: ১০:৫০, ২৬ ডিসেম্বর ২০১৯

যথাযোগ্য মর্যাদায় শুভ বড়দিন উদযাপিত

স্টাফ রিপোর্টার ॥ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে খ্রীস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন। এ উপলক্ষে বুধবার রাজধানীর বিভিন্ন গির্জায় প্রার্থনাসভা ও ভক্তি সঙ্গীতের আয়োজন করা হয়। সকাল থেকে খ্রীস্টান ধর্মাবলম্বীরা গির্জা ভিড় করেন। প্রার্থনা সভায় যোগ দেন। এছাড়াও দিবসটি উপলক্ষে ক্রিসমাস ট্রি সাজানো, গির্জায় গির্জায় ফুলের সাজসজ্জা, আলোকমালাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন। বানানো হয় যীশুখ্রিস্টের জন্মের ঘটনার প্রতীক গোশালা। আর বড়দিনের কেক কাটা হয় বিভিন্ন গীর্জায়। বুধবার সকালে তেজগাঁও ক্যাথলিক চার্চে অনুষ্ঠিত হয় বড়দিনের প্রার্থনা। এরপর কার্ডিন্যাল ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। প্রার্থনায় তিনি বলেন, ‘আমরা এসেছি প্রভুকে দেখতে। তার সঙ্গে সাক্ষাত লাভ করতে এই খ্রিস্ট জাগের মধ্যে দিয়ে। এসো, আমাদের অযোগ্যতা স্বীকার করি। অযোগ্যতা আছে আমাদের দেশ, পৃথিবী, সমাজের। অযোগ্যতা আছে ব্যক্তি জীবনে, আছে পারিবারিক জীবনে। সবকিছু এই গোশালার ন্যায় অনুভব করে প্রভু পরমেশ্বরের ভালবাসা গ্রহণ করি, প্রভু যিশুকে আমাদের ঘরে স্থান দিয়ে। তারই আগমনে হবে সব পাপের ক্ষমা।’ এরপর সবাই মিলে পাপ মোচনের জন্য ক্ষমা প্রার্থনা করেন। সকাল থেকেই তেজগাঁও ক্যাথলিক চার্চের বাইরে ছিল দীর্ঘ সারি। এ সময় সবাইকে লাইন ধরে চার্চের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। এদিকে রাজধানীর ঢাকসহ সারাদেশে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বড়দিন। শুভ বড়দিন উপলক্ষে বঙ্গভবনে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে একটি ক্রিসমাস গাছ রোপণ ও মোমবাতি প্রজ্বলন করা হয়। ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, কূটনৈতিক কোরের ডিন আর্চবিশপ জর্জ কোচেরি, বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, বিভিন্ন দেশের কূটনৈতিক, বিভিন্ন দেশের পররাষ্ট্র মিশনের প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিগণ, ধর্মীয় নেতৃবৃন্দ ও পেশাজীবীরা এই অনুষ্ঠানে যোগ দেন।
×