ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেয়র পদে তাপস, হাজী সেলিম ও আতিকসহ ৮ জনের আওয়ামী লীগের ফরম সংগ্রহ

প্রকাশিত: ১০:৪৮, ২৬ ডিসেম্বর ২০১৯

মেয়র পদে তাপস, হাজী সেলিম ও আতিকসহ ৮ জনের আওয়ামী লীগের ফরম সংগ্রহ

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আবেদন ফরম সংগ্রহ চলছে। বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনের জন্য ব্যারিস্টার ফজলে নূর তাপস এবং উত্তরে বর্তমান মেয়র আতিকুল ইসলামসহ মোট ৮ জন দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ধানম-িতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বুধবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের আগ্রহী প্রার্থীদের জন্য দলীয় ফরম বিক্রি হয়। বিকেল তিনটায় আবেদনপত্র সংগ্রহ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বর্তমান মেয়র আতিকুল ইসলাম। তার পক্ষে ফরম সংগ্রহ করেন তার ছোট ভাই আবু মাহমুদ খান ও তার রাজনৈতিক সচিব সাইফুদ্দিন ইমন। এর আগে দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) জন্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপির পক্ষে ফরম তুলেন তার মামা মাসুদ সেরনিয়াবাত। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মোর্শেদ কামালসহ ধানম-ি, মোহাম্মদপুর, হাজারীবাগ ও নিউমার্কেট থানার দলীয় নেতাকর্মী এবং কউপস্থত ছিলেন। এ ছাড়া আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের পক্ষে ফরম সংগ্রহ করেন তার ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন আহমেদ বেলাল। দক্ষিণে আরও মনোনয়ন ফরম সংগ্রহ করেন বঙ্গবন্ধু একাডেমির সভাপতি মোঃ নাজমুল হক। এছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী এবং মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব এম এ রশিদের পক্ষে মোঃ সামছুজ্জামান বাবুল, ভাষানটেক থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মেজর (অব.) ইয়াদ আলী প্রমুখ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র মুহাম্মদ সাঈদ খোকনও প্রার্থী হতে চান, তবে এখনও তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। এদিকে নগরজুড়ে পোস্টারে পোস্টারে প্রত্যাশার কথা জানান দিয়েছেন আওয়ামী লীগের নতুন কমিটির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু। এ বিষয়ে আওয়ামী লীগের একাধিক নীতি নির্ধারক নেতা জানান, মেয়র পদে দলীয় মনোনয়নের ক্ষেত্রে এবার চমক আসার সম্ভাবনাই বেশি। জনগণ গ্রহণ করবে এমন প্রার্থীকেই আওয়ামী লীগ মনোনয়ন দেবে। আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত আগ্রহী প্রার্থীরা ফরম সংগ্রহ করতে পারবেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম বিক্রি চলবে। মনোনয়ন ফরম সংগ্রহের পর আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থিতা চূড়ান্ত করা হবে। আগামী ৩০ জানুয়ারি বৃহস্পতিবার ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা এরই মধ্যে অনানুষ্ঠানিক প্রচার শুরু করেছেন। রাজধানীর বিভিন্ন দেয়ালে মনোনয়ন প্রত্যাশীদের পোস্টারও সাঁটা হচ্ছে। ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সাঈদ খোকন মেয়র নির্বাচিত হন এবং উত্তরে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী প্রয়াত আনিসুল হক। দু’জনেই আওয়ামী লীগ প্রার্থী ছিলেন। ২০১৭ সালের ৩০ নবেম্বর মেয়র আনিসুল হক মারা যাওয়ায় মেয়র পদটি শূন্য হয়। এরপর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি উত্তর সিটির উপ-নির্বাচনে মেয়র হন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।
×