ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্ব এজতেমা ময়দান প্রস্তুতের কাজ ৭ জানুয়ারির মধ্যে সম্পন্নের নির্দেশ

প্রকাশিত: ১৩:২৩, ২৫ ডিসেম্বর ২০১৯

বিশ্ব এজতেমা ময়দান প্রস্তুতের কাজ ৭ জানুয়ারির মধ্যে সম্পন্নের নির্দেশ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ১০ জানুয়ারি হতে শুরু হচ্ছে এবারের বিশ্ব এজতেমা। দুই পর্বের এ বিশ্ব এজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মঙ্গলবার বিকেলে গাজীপুর সার্কিট হাউস মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন। সভায় এজতেমার আয়োজনে করণীয় নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী এজতেমা ময়দানের আনুষঙ্গিক প্রস্তুতিমূলক যাবতীয় কাজ আগামী ৭ জানুয়ারির মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। সভায় জানানো হয় এবারের বিশ্ব এজতেমার তিন দিনব্যাপী প্রথম পর্ব আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হবে এবং ১২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ পর্বের বিশ্ব এজতেমা। এরপর চারদিন বিরতি দিয়ে ১৭ জানুয়ারি থেকে শুরু হবে তিন দিনব্যাপী দ্বিতীয় পর্বের বিশ্ব এজতেমা। ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ^ এজতেমা। এজতেমার প্রথম পর্বে মাওলানা জুবায়ের অনুসারী এবং দ্বিতীয় পর্বে মাওলানা সা’দ অনুসারীগণ অংশ নেবেন।
×