ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের সঙ্গে এক ম্যাচ ইংল্যান্ডেও খেলতে পারে আয়ারল্যান্ড

প্রকাশিত: ১১:৪৬, ২৫ ডিসেম্বর ২০১৯

বাংলাদেশের সঙ্গে এক ম্যাচ ইংল্যান্ডেও খেলতে পারে আয়ারল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ আইসিসির ভবিষ্যত সফরসূচীতে থাকা বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচটি আর্থিক সঙ্কটের কারণে বাতিল করেছে আয়ারল্যান্ড। ফলে তিন ম্যাচের টি২০ সিরিজ রূপ নিয়েছে চার ম্যাচের সিরিজে। সেই সিরিজের শেষ ম্যাচটির জন্য ভেন্যু খুঁজছে তারা। আইরিশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম জানিয়েছেন, ইংল্যান্ডের মতো নিরপেক্ষ কোন ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে টি২০ সিরিজ আয়োজনের সম্ভাব্যতা খতিয়ে দেখছে তারা। প্রথম তিন ম্যাচের সূচী অবশ্য চূড়ান্ত হয়ে গেছে। আগামী ১৪, ১৬ ও ১৯ মে ম্যাচ তিনটি হবে বেলফাস্টের স্টরমন্টে সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে। এই মাঠে ২০১০ সালে দুটি ওয়ানডে খেলেছিল বাংলাদেশ, ২০১২ সালে খেলেছিল তিনটি টি২০। আয়ারল্যান্ডের মূল ভেন্যুগুলোর একটি ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে বড় ধরনের সংস্কার কাজ চলছে বলেই মূলত বিপাকে পড়েছে তারা। আগামী মৌসুম হতে যাচ্ছে আইরিশদের ঘরোয়া গ্রীষ্মের ইতিহাসে অন্যতম ব্যস্ত মৌসুম। বাংলাদেশ ছাড়াও দেশটিতে সফরে যাবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। বিজয় দিবস ভলিবল স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন মহান বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতা চলছে পল্টনের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে। মঙ্গলবারের খেলায় গ্রুপ-ক’তে বাংলাদেশ সেনাবাহিনী ২৫-২১, ২৫-১৯, ২৫-১২ পয়েন্টে বিকেএসপিকে, গ্রুপ-খ’তে বাংলাদেশ বিমানবাহিনী ২৫-৭, ২২-২৫, ২৫-১৭, ২৫-১৫ পয়েন্টে বাংলাদেশ পুলিশকে এবং গ্রুপ-ক’তে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড ৩০-২৮, ২৫-১৬, ২৫-১৩, পয়েন্টে বাংলাদেশ জেলকে হারায়।
×