ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেইমারকে প্রতিদ্বন্দ্বী ভাবেন না এমবাপে

প্রকাশিত: ১১:৪৫, ২৫ ডিসেম্বর ২০১৯

নেইমারকে প্রতিদ্বন্দ্বী ভাবেন না এমবাপে

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রমেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন কিলিয়ান এমবাপে। মাত্র ২০ বছর বয়সে বিশ্বকাপ জয় করা এই তারকা বলেছেন, তিনি নেইমারকে কখনই প্রতিদ্বন্দ্বী ভাবেন না। এক সাক্ষাতকারে ফরাসী জায়ান্ট পিএসজিতে খেলা এই ফরোয়ার্ড জানিয়েছেন, নেইমারকে প্রতিদ্বন্দ্বী ভাবার কিছু নেই। বরং ব্রাজিলিয়ান তারকাকে সহায়তা করতে পারাটাই সৌভাগ্যের। ২০১৭ সাল থেকে পিএসজিতে জুটি বেঁধে খেলছেন নেইমার ও এমবাপে। দুজনের রসায়নটাও মন্দ হয়নি। কিন্তু মাঝেমধ্যেই প্রশ্ন উঠে, কে সেরাÑএমবাপে না নেইমার? এক সাক্ষাতকারে নেইমারের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে এমবাপে বলেন, আমি যখন পিএসজিত আসি তখন কোন বিতর্ক ছিল না। নেইমার ছিল সুপারস্টার। সে বিশ্বকাপে হেরে গেল আর আমি জিতে গেলাম। এরপর থেকেই অনেকে আমাদের দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার গন্ধ খুঁজতে থাকে। এমন সংবাদ পড়ে অবাক হতাম, ফলে যখন সে ছুটি কাটিয়ে ফিরল, আমি দেখা করতে গেলাম। ওই স্মৃতি স্মরণ করে এমবাপে বলেন, আমি নেইমরারকে বললাম বিশ্বকাপে ভাল করতে পারনি। এটা আমাদের জন্য ভাল হয়েছে। এখানে কোন চিন্তা নেই, আমি তোমার জায়গা দখল করব না। আমি ব্যালন ডি’অর জেতার জন্য চেষ্টা করব, কারণ তুমি এবার এটা জিততে পারবে না। কিন্তু আমি তোমাকে নিশ্চিত করতে চাই আমি তোমার জায়গা চাই না। তুমি এটা রেখে দিতে পার। আমি এখানে তোমাকে সহায়তা করতে এসেছি’। রাশিয়া বিশ্বকাপ মাতানো এই তারকা বলেন, মানুষ মনে করে আমি বদলে গেছি। কিন্তু এটা সত্য নয়। মাত্র ১৭ কিংবা ১৮ বছর বয়সে, যখন নিজের জন্য খুব কমই ভাবার সুযোগ পাবেন, কারণ আপনাকে তখনও অনেক কিছু প্রমাণ করতে হবে। আপনাকে চাহিদা অনুযায়ী সেরা খেলোয়াড়কে বলের যোগান দিতে হবে। আমি নেইমারের জন্য তেমনই করে থাকি। এদিকে আরেক খবরে জানা গেছে, এমবাপের দিকে নাকি নজর রাখছেন লিওনেল মেসি। জাতীয় দলের সতীর্থ ও বার্সা ফরোয়ার্ড উসমানে ডেম্বেলের উদ্ধতি দিয়ে এমনটা জানিয়েছেন এমবাপে নিজেই। ব্যালন ডি’অরের লড়াইয়ে মেসির কাছে হার প্রসঙ্গে এমবাপে বলেন, আমি ট্রফিটা জিততে চেয়েছিলাম। কিন্তু সেখানে মেসি ছিল। আমি দুই গোল করলে, সে করত তিন গোল। আমি তিন গোল করলে, সে করত চার গোল। এটা এতটাই অবিশ্বাস্য মনে হতো যে, আমি এটা নিয়ে ডেম্বেলের সঙ্গে কথা বলি। সে আমাকে বলেছে, মেসি আমার দিকে নজর রাখে! এ কারণে ব্যালন ডি’অর জিততে না পারলেও এমবাপের হতাশ হওয়ার কিছু নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা। কারণ তার বয়স নিতান্তই কম। পরের বছর ফের মেসিকে ছাড়িয়ে সুযোগ আসবে তার সামনে। কার্যত ২১ বছর বয়সীর সামনে এখনও পুরো ক্যারিয়ার পড়ে আছে। অন্যদিকে ক্যারিয়ারের ইতি টানা থেকে মাত্র কয়েক বছর দূরত্বে আছেন মেসি।
×