ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এশিয়ান হকি ফেডারেশনের কমিটিতে বাংলাদেশের ৭ কর্মকর্তা

বিশেষ সম্মাননা পেলেন রশীদ শিকদার

প্রকাশিত: ১১:৪৫, ২৫ ডিসেম্বর ২০১৯

বিশেষ সম্মাননা পেলেন রশীদ শিকদার

স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) কার্যনির্বাহী কমিটির সভা। এই সভায় এএইচএফের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে এশিয়ান হকির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার রাখায় বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রশীদ শিকদারকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। শুধু তাই নয়, আসন্ন টোকিও অলিম্পিক ঘিরে রশীদ শিকদারকে একটি বিশেষ স্মারকও উপহার দেন এএইচএফের সভাপতি ফুমিও ওগুরা ও প্রধান নির্বাহী তৈয়ব ইকরাম। এসময় উপস্থিত ছিলেন বাহফের সহ-সভাপতি ও এএইচএফের কার্যনির্বাহী কমিটির সদস্য সাজেদ এ এ আদেলও। এছাড়া এএইচএফের বিভিন্ন সাব কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশের হকি সংশ্লিষ্টরা। সাব কমিটিতে স্থান পাওয়া বাংলাদেশীরা হলেন : কাওসার আলী (সদস্য, এএইচএফ গভর্নেন্স প্যানেল), জাহিদ হোসেন রাজু (সদস্য, এএইচএফ এ্যাথলেটস প্যানেল), টুটুল কুমার নাগ (সদস্য, এএইচএফ কম্পিটিশন্স কমিটি), মাকসুদুর রহমান (সদস্য, এএইচএফ আম্পায়ারিং কমিটি), আ ন ম মামুন উর রশীদ (সদস্য, এএইচএফ ডেভেলপমেন্ট ও এনগেজমেন্ট কমিটি), তারিক উজ জামান নান্নু (সদস্য, এএইচএফ রাজা আশমান শাহ হকি একাডেমি কমিটি এবং আলমগীর আলম (সদস্য, এএইচএফ মাস্টার্স হকি প্যানেল)। এছাড়া আগামী বছর জুনে ঢাকায় অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু জুনিয়র ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স ও জুনিয়র এশিয়া কাপ ২০২০ এবং নভেম্বরে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২০ সামনে রেখে আগামী ফেব্রুয়ারিতে সমঝোতা চুক্তি স্বাক্ষর করতে ঢাকায় আসবে এএইচএফের প্রধান নির্বাহী তৈয়ব ইকরামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
×