ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সি আর সেভেনের কাছে সবচেয়ে কঠিন সিরিএ!

প্রকাশিত: ১১:৪৪, ২৫ ডিসেম্বর ২০১৯

সি আর সেভেনের কাছে সবচেয়ে কঠিন সিরিএ!

স্পোর্টস রিপোর্টার ॥ রিয়াল মাদ্রিদ ছেড়ে এসে যে ভুল করেছেন সেটা যত দিন গড়াচ্ছে ততই টের পাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০১৮ সালে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে আসার পর থেকে গোল যেন সোনার হরিণ হয়ে গেছে পর্তুগীজ তারকার কাছে! ফুটবল দুনিয়ায় ইতালির রক্ষণভাগকে বিখ্যাত বলা যায়। তাদের দেয়াল ভেদ করে গোল করা অত্যন্ত কঠিন। তেমনি ইতালিয়ান সিরিএ লীগও কড়া রক্ষণব্যূহের জন্য বিখ্যাত। এই লীগের প্রায় সব দলেরই রক্ষণভাগ অত্যন্ত জমাট। যে কারণে বড় বড় তারকাদেরও গোল পেতে ঘাম ঝরাতে হয়। এর সবচেয়ে বড় উদাহরণ রোনাল্ডো। স্প্যানিশ লা লিগায় থাকতে গোল করতেন মুড়িমুড়কির মতো, সেই রোনাল্ডোই সিরিএ তে হাতেগোনা গোলের দেখা পাচ্ছেন। এই বিষয়টি স্বয়ং নিজে স্বীকার করেছেন রোনাল্ডো। ইন্টার মিলানের ফরোয়ার্ড রোমেলু লুকাকু বলেছেন, সি আর সেভেন তার কাছে বলেছেন সিরিএ লীগে গোল করা খুব কঠিন। এর আগে ম্যানইউতে খেলা লুকাকু বলেন, রোনাল্ডো আমাকে বলেছেন, এই লীগ (সিরিএ) বিশ্বের সবচেয়ে কঠিন রক্ষণনির্ভর। অন্য জায়গায় গোল করা যতটা সহজ, এখানে গোল করা ঠিক ততটাই কঠিন। বেলজিয়ামের এই ফরোয়ার্ড নিজেও স্বীকার করেছেন এই বাস্তবতা। বলেন, রোনাল্ডো যেমন বুঝতে পেরেছে কঠিন, তেমনি আমিও বুঝতে পারছি অনেক কঠিন। বিশ্বকাপ বাদে ক্যারিয়ারে সব ট্রফিই জেতা হয়ে গেছে রোনাল্ডোর। বিশেষ করে ক্লাব ফুটবলে সি আর সেভেন অপ্রতিরোধ্য। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সাফল্যের শুরুর পর স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদে ফলিয়েছেন সোনা। গ্যালাক্টিকোদের টানা তিনটি চ্যাম্পিয়ন্স লীগ জয়ে রাখেন অনন্য অবদান। সেই রোনাল্ডো হুট করেই রিয়াল ছেড়ে চলে এসেছেন ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসে। কিন্তু প্রথম মৌসুমে তুরিনের ওল্ডলেডিদের হয়ে প্রত্যাশিত সাফল্য পাননি। তবে কঠিন হলেও হতাশ নন পাঁচবারের ফিফা সেরা তারকা। তিনি মনে করেন, সেই দিন বেশি দূরে নয় যখন চ্যাম্পিয়ন্স লীগও জিতবে জুভেন্টাস। মূলত দীর্ঘদিনের চ্যাম্পিয়ন্স লীগ জিততে না পারার খরা ঘোচাতেই রোনাল্ডোকে রেকর্ড মূল্যে দলে ভিড়িয়েছে জুভেন্টাস। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাাদ্রিদের দাপটের কারণে গত চার বছরে খেলোয়াড় কেনার পেছনে কাড়ি কাড়ি টাকা বিনিয়োগ করেও চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জিততে পারেনি লিওনেল মেসির বার্সিলোনা। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা প্রতিযোগিতাটিতে সবশেষ ২০১৪-১৫ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে কাতালানরা। কিন্তু চাইলেই যে এই ট্রফিটা জেতা সম্ভব না সেটাও স্মরণ করিয়ে দিয়েছেন। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লীগ জয়ের স্বাদ পেয়েছেন সি আর সেভেন। এখনও জুভেন্টাসের হয়ে না পারলেও দু’এক বছরের মধ্যে সেটিও জিততে চান। তবে কাজটা যে কঠিন সেটাও স্মরণ করেছেন। এ প্রসঙ্গে রোনাল্ডো বলেছিলেন, চ্যাম্পিয়ন্স লীগের মতো আসরে একটা দলই শুধু জিততে পারে। এখানে রিয়াল মাদ্রিদ, বার্সিলোনা, বেয়ার্ন মিউনিখ, জুভেন্টাস সবসময় ফেবারিট থাকে। আমি বার্সিলোনার কথা বলব। ভেবে দেখুন গত পাঁচ বছরে খেলোয়াড়দের পেছনে তারা কি পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। কিন্তু চ্যাম্পিয়ন্স লীগ জেতেনি। এটা আসলে এভাবে হয় না। জুভেন্টাস অনেক শক্তি বাড়িয়েছে এবং তারা এমন এক দল যারা জেতার জন্য লড়বে যেমনটা তারা সবসময় করে।
×