ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্বাচনের আগে বাফুফের গঠনতন্ত্র সংশোধন নিয়ে অসন্তোষ

প্রকাশিত: ১১:৪৩, ২৫ ডিসেম্বর ২০১৯

নির্বাচনের আগে বাফুফের গঠনতন্ত্র সংশোধন নিয়ে অসন্তোষ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের চার মাস আগে বর্তমান কমিটি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য গঠনতন্ত্র সংশোধনের যে উদ্যোগ নিয়েছে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ক্লাবস এ্যাসোসিয়েশনের সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন। গতকাল খিলগাঁও তালতলায় একটি রেস্তরাঁয় ফুটবল সংগঠকদের এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। তার কথায়, গত ১২ বছরে দেশের ফুটবলে শুধু আবনমনই হয়েছে। বাফুফে বাংলাদেশের মাটি ও মানুষের খেলা ফুটবলকে নিয়ে গেছে ধ্বংসের দ্বারপ্রান্তে। বাংলাদেশের ফুটবল র‌্যাংকিং ১৮৭ যা রীতিমতো লজ্জাজনক। এরপরও বাফুফের বর্তমান কমিটি ছলে বলে কৌশলে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার নীল নক্সা করছে, যার প্রতিফলন হলো নির্বাচনের চার মাস আগে গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ গ্রহণ। যেসব সংশোধনী বাফুফে আনতে চায় তা ফিফা ও এএফসির নির্দেশনার লঙ্ঘন, নিজেদের স্বার্থ ও উদ্দেশ্য হাসিলের নীল নক্সা। এই উদ্যোগ বাংলাদেশের ফুটবল সংগঠকরা যে কোন মূল্যে প্রতিহত করবে। তরফদার মোঃ রুহুল আমিন আরও বলেন, কিছুদিন আগে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংগঠকরা ভদ্রতার পরিচয় দিয়ে অডিট রিপোর্ট অনুমোদন দিয়েছে। তবে এই ভদ্রতাকে দুর্বলতা মনে করলে বাফুফে ভুল করবে। প্রস্তাবিত আসন্ন ইজিমে যে কোন ষড়যন্ত্র কঠোর হস্তে প্রতিহত করা হবে। বাফুফে গত ১২ বছরে তৃণমূল পর্যায়ে ও ছোট ক্লাবগুলোর জন্য কোন রকম আর্থিক সহযোগিতার ক্ষেত্র উন্মোচন করতে পারেনি বলে উল্লেখ করেন তরফদার মোঃ রুহল আমিন। বাফুফের কর্তারা ব্যস্ত আছেন শুধু নিজেদের গদি নিয়ে। তারা দেশের ফুটবল নিয়ে ভাবেন না। আমরা আগামীতে সবার সমর্থন নিয়ে এমন একটি ফেডারেশন গড়তে চাই যা ছোট ক্লাবগুলোর জন্য সন্তোষজনক আর্থিক সহযোগিতার ব্যবস্থা করবে। সভায় বক্তব্য রাখেন দিলকুশা ক্লাবের আবদুল মান্নান, বাসাবো তরুণ সঙ্ঘের মাসুদ হাসান শামিম, লালবাগ স্পোর্টিংয়ের নয়ন চৌধুরী, যাত্রাবাড়ী ক্রীড়া চক্রের সুমন আনসারি, চট্টগ্রাম আবাহনীর শাকিল মাহমুদ চৌধুরী, নবাবপুর ক্রীড়া চক্রের আলিমুজ্জামান আলম, বাড্ডা জাগরণীর আবু হাসান চৌধুরী প্রিন্স, সাবেক বাফুফে সদস্য আজফারুজ্জামান সোহরাব, খিলগাঁও ফুটবল একাডেমির জালালউদ্দিন জালু, ভিক্টোরিয়া স্পোর্টিংয়ের মাজহারুল ইসলাম তুহিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক জাতীয় ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু।
×