ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জলবায়ু সম্মেলন

অর্থায়ন খাতে অগ্রগতি না হওয়ায় টিআইবির উদ্বেগ

প্রকাশিত: ১১:০৬, ২৫ ডিসেম্বর ২০১৯

অর্থায়ন খাতে অগ্রগতি না হওয়ায় টিআইবির উদ্বেগ

স্টাফ রিপোর্টার ॥ স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-২৫) অর্থায়ন খাতে সুনির্দিষ্ট অগ্রগতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। মঙ্গলবার টিআইবির গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, শিল্পোন্নত দেশের প্রতিশ্রুতি অনুযায়ী ২০২০ সাল থেকে জলবায়ু অভিযোজন খাতে নতুন এবং অতিরিক্ত অর্থ হিসেবে প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার দেয়ার বিষয়টি কপ-২৫ সম্মেলনের আলোচনায় স্থান পায়নি। ফলে জলবায়ু অভিযোজন খাতে অনুদানভিত্তিক দীর্ঘমেয়াদী অর্থায়ন ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে।
×