ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু

প্রকাশিত: ১১:০৫, ২৫ ডিসেম্বর ২০১৯

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তেজগাঁওয়ে নাখালপাড়া রেললাইনে ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়েছে। এদিকে মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সামনের রাস্তায় অটোরিক্সার ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। অন্যদিকে গুলশানে একটি নির্মাণাধীন ভবনের ১০তলা থেকে পড়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন তাসলিমা বেগম (৩৮) ও মোঃ নাদিম (২৮)। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে নাখালপাড়া রেললাইন পার হচ্ছিলেন এক নারী ও পুরুষ। এ সময় দ্রুতগামী একটি ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিব-উল-হোসেন জানান, সকালে নাখালপাড়া বড় মসজিদ সংলগ্ন রেললাইন পার হচ্ছিলেন তাসলিমা ও নাদিম। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া তিতাস একপ্রেস ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারে কাজ করে। সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত রাজধানীর মহাখালীতে অটোরিক্সার ধাক্কায় অজ্ঞাত (৪০) এক নারী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী পথচারী মারুফ হোসেন জানান, মঙ্গলবার দুপুরে মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সামনের রাস্তায় হেঁটে যাচ্ছিলেন ওই নারী। এ সময় পেছন থেকে একটি অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ১০তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজধানীর গুলশানের নিকেতনে একটি নির্মাণাধীন ভবনের ১০তলা থেকে পড়ে গিয়ে আল-আমিন (১৮) নামে এক কিশোর রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম মৃত আব্দুর রশিদ। গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগরে। নিহতের সহকর্মী হযরত আলী জানান, মঙ্গলবার সকালে গুলশানে নিকেতনের ৬ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনের রাজমিস্ত্রির কাজ করছিল আল-আমিনসহ কয়েকজন। এ সময় অনবধানবশত নিচে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে ওই ভবনে থাকত। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বিকেলে তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
×