ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিল্লীতে বিজিবি বিএসএফ সম্মেলন শুরু আজ

প্রকাশিত: ১১:০৪, ২৫ ডিসেম্বর ২০১৯

দিল্লীতে বিজিবি বিএসএফ সম্মেলন শুরু আজ

স্টাফ রিপোর্টার ॥ আজ বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লীতে পাঁচ দিনব্যাপী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ে সম্মেলন শুরু হচ্ছে। সীমান্ত সংক্রান্ত নানা ইস্যুতে আলোচনা হবে। মঙ্গলবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও সাক্ষাত করবেন। বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিচ্ছে। প্রতিনিধিদলে বিজিবির উর্ধতন কর্মকর্তারা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন। বিএসএফ মহাপরিচালক শ্রী ভিভেক জোহরীর নেতৃত্বে ১৯ সদস্যের একটি দল সম্মেলনে অংশ নিচ্ছে। প্রতিনিধিদলে বিএসএফ সদর দফতরের উর্ধতন কর্মকর্তারা, ফ্রন্টিয়ার আইজি এবং ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন।
×