ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শুভ বড়দিন আজ ॥ সারাদেশে উৎসবের আমেজ

প্রকাশিত: ১১:০৩, ২৫ ডিসেম্বর ২০১৯

শুভ বড়দিন আজ ॥ সারাদেশে উৎসবের আমেজ

স্টাফ রিপোর্টার ॥ আজ ২৫ ডিসেম্বর শুভ বড়দিন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আজ থেকে ২ হাজারের বেশি বছর আগে এই শুভদিনে পৃথিবীকে আলোকিত করে জন্মগ্রহণ করেন খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট। তার জন্মদিনকে বিশ্বের খ্রীস্টান ধর্মাবলম্বীরা বড়দিনের উৎসবের দিন হিসেবে পালন করে থাকে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপনের জন্য নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বড়দিন উপলক্ষে আজ বুধবার সরকারী ছুটি। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিস্টধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। বড়দিন উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও ও মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া। মঙ্গলবার বিকাল থেকে বড়দিন পালনের প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে দেশের সব গির্জা ও বড় হোটেল রঙিন বিজলিবাতি আর ফুল দিয়ে সাজানো হয়েছে। খ্রীস্টান ধর্মে বিশ্বাসীদের অনেকের ঘরেই বসানো হয়েছে প্রতীকী গোশালা। বেথেলহামের গরিব কাঠুরিয়ার গোয়ালঘরেই যিশুখ্রিস্টের জন্ম। সেই ঘটনা স্মরণ করে বাড়িতে ধর্মীয় আবহ সৃষ্টি করতেই এটি করেন যিশুর অনুসারীরা। বড়দিনের কেনাকাটা অনেক আগেই সম্পন্ন হয়েছে। এছাড়াও বড়দিন উদযাপন উপলক্ষে দেশের সব চার্চ ও তারকা হোটেলগুলোকে ক্রিসমাস ট্রি, রঙিন বাতি, বেলুন আর ফুল দিয়ে সাজানো হয়েছে। পাশাপাশি হোটেল ও পরিবারগুলোতে নানা ধরনের কেক, পিঠা ও বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার রাতে প্রার্থনাসভার মধ্য দিয়ে বড়দিন উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রাতে প্রার্থনার বিশেষ মাহাত্ম্য হচ্ছে, পৃথিবীতে যিশুর আগমন উপলব্ধি করা। রাজধানীর কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রালে রাতে প্রধান প্রার্থনাসভার আয়োজন করা হয়। বড়দিন উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ বেতার ও টেলিভিশনে এবং বেসরকারী টিভি চ্যানেলসমূহে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হয়। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট বেথেলহেমের এক গোয়ালঘরে কুমারী মাতা মেরীর কোলে জন্ম নিয়েছিলেন। খ্রিস্ট ধর্মানুসারীরা বিশ্বাস করেন, কোন পুরুষের সহবাস ছাড়াই যিশুখ্রিস্টের জন্ম। সেই অর্থে তিনি ঈশ্বরের পুত্র। সৃষ্টিকর্তার অপার মহিমায় সেখান হতেই বিকশিত হয় মুক্তির এই আলোর দিশারী। যার স্পর্শে পাপের আবর্তে নিমজ্জিত থাকা মানুষের অন্তরে এনে দেয় শান্তির পরশ। এদিকে বড়দিন উপলক্ষে খ্রীস্টানদের ঘরে ঘরে উৎসবের আনন্দধারা শুরু হয়েছে। প্রভাতে গির্জায় বিশেষ প্রার্থনা (খ্রিস্টযোগ) হবে। বেড়ানো, ধর্মীয় গান, কীর্তন, অতিথি আপ্যায়ন আর পরমানন্দে কাটাবেন তারা। রাজধানীর তেজগাঁও ক্যাথলিক গির্জায় বড়দিনের বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। গির্জা ও এর আশপাশে রঙিন বাতি জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে। প্রচুর জরি লাগিয়ে গির্জার ভেতর সুসজ্জিত করা হয়েছে। ভেতরে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। গির্জার মূল ফটকের বাইরে মেলার আয়োজন রয়েছে। মেলার দোকানগুলোতে বড়দিন ও ইংরেজী নতুন বছরের কার্ড, নানা রঙের মোমবাতি, সান্তক্লজের টুপি, জপমালা, ক্রিসমাস ট্রি, যিশু-মরিয়ম-যোসেফের মূর্তিসহ নানা জিনিস বিক্রি শুরু হয়েছে। ডিসেম্বরের শুরু থেকেই রাজধানীসহ খ্রীস্টান অধ্যুষিত এলাকাগুলোতে বড়দিনের আমেজ শুরু হয়েছে। মঙ্গলবারই সম্পন্ন হয়েছে এদিন পালনের সব প্রস্তুতি। রাজধানীর বিভিন্ন খ্রীস্টান অধ্যুষিত এলাকা ঘুরে দেখা গেছে, গির্জাসহ বাসাবাড়ি বিশেষভাবে সজ্জিত করা হয়েছে। ক্যাথলিক খ্রীস্টানরা তৈরি করেছেন যিশুর জন্মদিনের গোয়ালঘর। প্রটেস্ট্যান্টদের স্থাপনাগুলোতে শোভা পাচ্ছে যিশুর আগমনী তারকা। এসব এলাকায় মঙ্গলবার বিকাল থেকেই শুরু হয়েছে প্রার্থনা সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাতভর অনুষ্ঠান চলার পর আজ বুধবার সকালে প্রতিটি গির্জায় অনুষ্ঠিত হবে এক থেকে দুটি বিশেষ খ্রিস্টযোগ। এ উপলক্ষে রমনার আর্চবিশপ হাউস সেন্ট মেরিস ক্যাথেড্রালকে বিশেষ সাজে সজ্জিত করা হয়েছে। এছাড়াও রমনা সেন্ট মেরিস ক্যাথেড্রাল, তেজগাঁও ক্যাথলিক গির্জা, মিরপুর ব্যাপ্টিস্ট চার্চসহ রাজধানীর বিভিন্ন চার্চে বিশেষ খ্রিস্টযোগ অনুষ্ঠিত হবে। এ জন্য গির্জার প্রবেশপথে সাজানো হয়েছে ক্রশ, শুভেচ্ছা কার্ডসহ উপহারসামগ্রী বিক্রির দোকান। বড়দিন উপলক্ষে বিভিন্ন হোটেলে বিশেষ আয়োজন বড়দিন উপলক্ষে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও, দ্য ওয়েস্টিন ঢাকা, র‌্যাডিসন ওয়াটার গার্ডেনসহ অন্যান্য হোটেল বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। বড়দিনে এসব হোটেলে শিশুদের জন্য থাকবে ক্রিসমাস কিডস্ পার্টিসহ নানা ধরনের খেলার আয়োজন। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি ও আলোকসজ্জায়। সেখানে শিশুদের জন্য বিভিন্ন খেলার প্রতিযোগিতা, ফ্যাশন শো, জাদু প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। বড়দিন উপলক্ষে বিশেষ কেক ও কুকিজের ব্যবস্থা করেছে সোনারগাঁও হোটেল। র‌্যাডিসন ওয়াটার গার্ডেনের লবিতে স্থাপন করা হয়েছে বিশাল আকৃতির ক্রিসমাস ট্রি। হোটেলের চারটি রেসতোরায় আয়োজন করা হয়েছে ক্রিসমাস স্পেশাল পুডিং, কেকসহ নানা মুখরোচক খাবার। সঙ্গে থাকবে সান্তা ক্লজ ও ফ্লেইকস। বড়দিন উপলক্ষে ওয়েস্টিন ঢাকা হোটেলকে আকর্ষণীয় রূপে সাজানো হয়েছে। শিশুদের জন্য তারা বিশেষ কিডস্ পার্টিসহ নানা ধরনের প্রতিযোগিতা ও খেলার আয়োজন করেছে। রাজধানীর তেজগাঁও পবিত্র জপমালা রানী চার্চের প্রধান ধর্মযাজক ফাদার কমল কোড়াইয়া জনকণ্ঠকে বলেন, গোটা বিশ্বের খ্রীস্ট বিশ্বাসীগণ দিবসটি মহা জাঁকজমকপূর্ণ প্রার্থনা ও নানা উৎসবের মধ্য দিয়ে উদযাপন করে থাকে। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। প্রায় ছয় লক্ষাধিক খ্রিস্ট বিশ্বাসী বর্তমানে বাংলাদেশে বসবাস করছে। সম্প্রীতির এ দেশে বড় দিনও সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। খ্রীস্টান-মুসলমান-হিন্দু-বৌদ্ধ সকলেই এ আনন্দ উৎসবে অংশগ্রহণ করেন। সরকারী ছুটির দিন। বছরও শেষ। ছেলে-মেয়েদের বার্ষিক পরীক্ষা শেষ। ফলাফলও হাতে পেয়ে যায়। ঘরে আসে আমন ধান। শাক-সবজি এ সময় প্রচুর পরিমাণে পাওয়া যায়। সব মিলিয়ে সময়টি আনন্দ-উৎসবের উপযুক্ত সময়ই বটে। সুস্বাদু নানা খাবারের মধ্যে পিঠাই প্রাধান্য পায় বেশি। যে ভাবেই বড়দিন উদযাপন করা হোক না কেন, বড়দিন সময় হিসেবে বড় নয়, বড় গুরুত্বের দিক দিয়ে। যিশুখ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বর মানুষ হলেন যাতে মানুষ পাপমুক্ত হয়ে ঈশ্বরের কাছে ফিরে যেতে পারেন। বিশ্বে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়। অশান্ত পৃথিবীতে শান্তি নেমে আসুক; সুন্দর সাদা মনের সকল ধর্মের সকল মানুষ বিশ্বে শান্তি স্থাপনে সাধ্যমতো অবদান রাখুন- বড়দিনে এ প্রত্যাশা, এ প্রার্থনা করি। এদিকে বাংলাদেশ বাইবেল সোসাইটির মিডিয়া সেক্রেটারি সুব্রত রিচমন্ড জয়ধর এক বিবৃতিতে সবার প্রতি বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন। ব্রিটিশ হাইকমিশনারের বড়দিন ও নববর্ষের শুভেচ্ছা খ্রীস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব ক্রিসমাস (বড়দিন) ও ইংরেজী নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। মঙ্গলবার ঢাকার ব্রিটিশ হাইকমিশনার এক বার্তায় এই শুভেচ্ছা জানান। বার্তায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, ‘ম্যারি ক্রিসমাস ও আগামী ইংরেজী নববর্ষ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা’ বুধবার খ্রীস্টান সম্প্রদায়ের ক্রিসমাস উৎসব বাংলাদেশসহ বিশ্বজুড়ে উদযাপিত হবে।
×