ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সমৃদ্ধ দেশ গড়তে সরকারী কর্মচারীদের শুদ্ধাচার চর্চার তাগিদ

প্রকাশিত: ০৯:৪০, ২৫ ডিসেম্বর ২০১৯

সমৃদ্ধ দেশ গড়তে সরকারী কর্মচারীদের শুদ্ধাচার চর্চার তাগিদ

বিশেষ প্রতিনিধি ॥ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সরকারী কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, শুদ্ধাচার চর্চার মাধ্যমে দেশকে গড়ে তুলতে হবে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শুদ্ধাচার পুরস্কার ২০১৮-১৯ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী মনোনীত তিনজনের হাতে শুদ্ধাচার পুরস্কার তুলে দেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার শুদ্ধাচার পুরস্কারের মাধ্যমে সরকারী কর্মচারীদের কাজের স্বীকৃতি প্রদান এবং শুদ্ধাচার চর্চায় উদ্বুদ্ধ করছে। এর মাধ্যমে সরকারী কর্মচারীরা আরও অধিক নিষ্ঠার সঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ হবে। দেশের উন্নয়নকে ত্বরান্বিত করে বাংলাদেশকে সমৃদ্ধ করে গড়ে তুলতে সকল স্তরের সরকারী কর্মচারীদের শুদ্ধাচার চর্চা করতে হবে। তিনি সকলকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে সকলের কাছে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরার আহ্বান জানান।
×