ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইএসইউর নয়া ভিসি অধ্যাপক আব্দুল আউয়াল

প্রকাশিত: ০৯:৪০, ২৫ ডিসেম্বর ২০১৯

আইএসইউর নয়া ভিসি অধ্যাপক আব্দুল আউয়াল

রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ বিশিষ্ট শিক্ষাবিদ, বহুগ্রন্থের প্রণেতা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক অধ্যাপক ড. আব্দুল আউয়াল খানকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) উপাচার্য হিসেবে ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক গবেষক হিসেবে তার ৫০-এর অধিক গবেষণা প্রবন্ধ বিভিন্ন দেশী ও বিদেশী জার্নালে প্রকাশিত হয়। তিনি ৬০-এর অধিক এমফিল ও পিএইচডি গবেষক-এর তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক ড. খান ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন সাতুরিয়া গ্রামে ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ১৯৯৭ সালে অধ্যাপক হিসেবে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস এর অধ্যাপক ও ডিন হিসেবে জুন ’৯৭ থেকে জুলাই ২০০০ পর্যন্ত তিনি দায়িত্বরত ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। -বিজ্ঞপ্তি
×