ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান খাজা মিয়া

প্রকাশিত: ০৯:৩৯, ২৫ ডিসেম্বর ২০১৯

বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান খাজা মিয়া

সরকারের অতিরিক্ত সচিব খাজা মিয়া গত ২৩ ডিসেম্বর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বিআইডব্লিউটিসির কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের নেতা নতুন চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন। খাজা মিয়া ১৯৯১ সালে ১০ম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে ম্যাজিস্ট্রেট এবং বালাগঞ্জ ও বিশ্বনাথ থানায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত নরসিংদী জেলায় এনডিসি হিসেবে কাজ করেন। সরকারী দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, চীন, জাপান, অস্ট্রেলিয়াসহ ইউরোপ ও এশিয়ার প্রায় ত্রিশটির মতো দেশ সফর করেন।-বিজ্ঞপ্তি কুয়েতে অগ্নিকাণ্ডে বাংলাদেশী গাড়ি চালকের মৃত্যু জনকণ্ঠ ডেস্ক ॥ কুয়েতে স্থানীয় এক নাগরিকের বাড়িতে অগ্নিকাণ্ডে এক বাংলাদেশী গাড়িচালকের মৃত্যু হয়েছে। তার নাম গিয়াস উদ্দিন (২৮)। বাড়ি ঢাকার দোহার উপজেলার সুন্দরীপাড়া গ্রামে। শনিবার কুয়েতের আব্দুল্লাহ আল মোবারক এলাকায় অগ্নিকা- ঘটে বলে স্থানীয় পত্রিকাগুলোতে প্রকাশিত খবরে জানানো হয়। কুয়েতের পত্রিকা ‘আরব টাইমস’ এর প্রতিবেদনে বলা হয়, গিয়াস উদ্দিন কুয়েতের এক নাগরিকের বাসায় গাড়িচালক হিসেবে কাজ করতেন। - বিডিনিউজ
×