ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তৈলবীজ ফসল চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ০৯:৩২, ২৫ ডিসেম্বর ২০১৯

তৈলবীজ ফসল চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ তৈলবীজ ফসলের উন্নত জাত ও উৎপাদন কলাকৌশল শীর্ষক উপজেলা কৃষি কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কিশোরগঞ্জ পাট গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসার অধিদফতরের উপ-পরিচালক মতিউর রহমান। এতে জেলার ১৩ উপজেলা কৃষি অফিসার ও কৃষি সম্প্রসারণ অধিফতরের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করেন বিএআরআই’র তৈলবীজ গবেষণা কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ আকন্দ ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফেরদৌসী বেগম। এ সময় কিশোরগঞ্জ সরেজমিন কৃষি গবেষণা বিভাগের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দীনসহ প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। বাংলাদেশ তেলবীজ ও ডাল ফসলের গবেষণা এবং উন্নয়ন শীর্ষক প্রকল্পের অর্থায়তনে তৈলবীজ গবেষণা কেন্দ্র, বিএআরআই স্থানীয় পর্যায়ে কৃষকদের স্বল্প মেয়াদী সরিষার উন্নত জাত ও উৎপাদন প্রযুক্তির কলাকৌশল উদ্বুদ্ধ করতে এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে জেলার ১৩ উপজেলার কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
×