ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিক্ষোভের মুখে থমকে গেছে যুদ্ধ বিধ্বস্ত ইরাকের অর্থনীতি

প্রকাশিত: ০৯:৩১, ২৫ ডিসেম্বর ২০১৯

বিক্ষোভের মুখে থমকে গেছে যুদ্ধ বিধ্বস্ত ইরাকের অর্থনীতি

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা তিন মাসের সরকারবিরোধী বিক্ষোভের মুখে থমকে গেছে যুদ্ধ বিধ্বস্ত ইরাকের অর্থনীতি। পণ্য আনা নেয়া প্রায় বন্ধ তাই ব্যবসার পরিস্থিতি নাজুক। ক্ষতির মুখে অনলাইনভিত্তিক ব্যবসাও। পরিস্থিতি সামাল দেয়া না গেলে দেশটির অভ্যন্তরীণ অর্থনীতির চাকা পুরোপুরি ধসে পড়বে বলে জানান ব্যবসায়ীরা। তিন মাসের টানা সরকারী বিক্ষোভের মুখে ইরাকের সার্বিক পরিস্থিতি থমকে গেছে। বিভিন্ন স্থানে রাস্তা বন্ধ, বিক্ষোভ, ইন্টারনেট ব্ল্যাকআউট সব মিলিয়ে বেশ চাপের মুখে দেশটির অর্থনীতি। রাজধানী বাগদাদের পাইকারি বাজার সুরজ মার্কেট। এক সময়কার জমজমাট এ বাজারটি এখন ক্রেতা শূন্য। নিত্য প্রয়োজনীয় সকল জিনিস পত্রের এ বাজারের বিক্রেতাদের তাই মাথায় হাত। যারাও আসছেন তারা কম পরিমাণে পণ্য কিনছেন। বিক্রেতারা জানালেন, ব্যবসার গতি এখন পুরোটাই মন্থর। রাজনৈতিক অবস্থার কারণে জমছে না ব্যবসা। ব্যবসায়ীরা জানান, এই পুরো বাজারটি মানুষে মানুষে পরিপূর্ণ থাকত। এখন কেউ আসে না। ব্যবসা আমাদের ভাল চলছে না। রাশিদ স্ট্রিটের দোকানগুলোও এখন ক্রেতা শূন্য। ফুটপাথের ওপর ব্যবসা করা ক্ষুদ্র ব্যবসায়ীরাও চিন্তিত তাদের ভবিষ্যত নিয়ে। সাধারণ মানুষের হাতে অর্থ না থাকায় তারাও আসছেন না জিনিসপত্র কিনতে। ট্রাকের করে আসা মালামাল খালাস করলেও তা বিক্রি নিয়ে রয়েছে চিন্তা। শঙ্কা রয়েছে পণ্য চুরিরও। ব্যবসায়ীরা আরও বলেন, আমরা বিভিন্ন জায়গা থেকে পণ্য নিয়ে এসেছি। কিন্তু ট্রাক থেকে খালাস করে কোথায় রাখব জানি না। আমাদের গুদামে আগের পণ্যই বিক্রি হয়নি। বিক্রি না হওয়ার পাশাপাশি চুরির ভয়ও রয়েছে। বিক্ষোভকারীর মধ্যে দুর্বৃত্তরা প্রবেশ করেছে। ফলে হামলার ঘটনা ঘটছে অনেক। সাধারণ ব্যবসায়ীদের দাবি দেশটির সরকার ব্যবসায়ীদের পণ্য ও দোকানের সুরক্ষা দিতে না পারলে আগামীতে পুরোপুরি ধস নামবে দেশটির বিভিন্ন সেক্টরে।
×