ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্ক নির্মাণ শুরু জানুয়ারিতে

প্রকাশিত: ০৯:২৮, ২৫ ডিসেম্বর ২০১৯

সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্ক নির্মাণ শুরু জানুয়ারিতে

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৪ ডিসেম্বর ॥ সুষম অর্থনৈতিক উন্নয়ন ও পিছিয়ে পড়া রংপুর অঞ্চলে শিল্প বিকাশের লক্ষ্যে উত্তরাঞ্চলের রাজশাহী, বগুড়ার পর এবার রংপুর বিভাগে গ্যাস সরবরাহের জন্য সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্ক নির্মাণে প্রায় ১৮শ’ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বর্তমান সরকার। গ্যাস সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্ক নির্মাণ প্রকল্পের কাজ ২০২০ সালের জানুয়ারি মাসে শুরু হয়ে জুন ২০২২ইং সালের মধ্যে শেষ হবে। সোমবার সন্ধ্যায় রংপুর চেম্বার বোর্ড রুমে বগুড়া থেকে রংপুর, নীলফামারী, পীরগঞ্জ শহর ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস বিতরণ পাইপলাইন নেটওয়ার্ক নির্মাণ প্রকল্প স্থাপনের বিষয় নিয়ে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের কর্মকর্তাবৃন্দের সঙ্গে রংপুর চেম্বার পরিচালনা পর্ষদ ও রংপুরের শিল্পোদ্যোক্তাদের মতবিনিময় সভায় এসব কথা বলেন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং) ইঞ্জিনিয়ার শৈলজা নন্দ বসাক। তিনি বলেন, ২০১১ সালে রংপুর জেলা সফরকালে এ অঞ্চলে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই প্রেক্ষিতে রংপুরে গ্যাস সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে বগুড়া থেকে রংপুর, নীলফামারী, পীরগঞ্জ শহর ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস বিতরণ পাইপ লাইন নেটওয়ার্ক নির্মাণ প্রকল্প স্থাপনে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) পরামর্শক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট ফেসিলেশন কোম্পানির (আইএফসি) প্রকৌশলীরা সম্ভাব্যতা যাচাই শেষ করেছেন। এ প্রকল্পের আওতায় ২৪ ইঞ্চি ব্যাসের সঞ্চালন লাইন দিয়ে ২৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে বলে জানান তিনি। রংপুর চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মোজতোবা হোসেন রিপনের সভাপতিত্বে রংপুরের শিল্পোদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর চেম্বারের পরিচালক মোঃ আশরাফুল আলম আল আমিন, পার্থ বোস প্রমুখ। ঘন কুয়াশায় ৬ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ দৌলতদিয়া-পাটুরিয়া নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ২৪ ডিসেম্বর ॥ ঘন কুয়াশার কারণে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল শুরু হয়েছে। রাত ৩টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে যাত্রীবাহী পরিবহন, পণ্যবাহী ট্রাকসহ কয়েক শ’ যানবাহন। এতে তীব্র শীতের মধ্যে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয় যাত্রীসাধারণ ও চালকদের।
×