ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এমপি বাদশাকে হুমকির প্রতিবাদ

প্রকাশিত: ০৯:১৪, ২৫ ডিসেম্বর ২০১৯

এমপি বাদশাকে হুমকির প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এমপি ফজলে হোসেন বাদশাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীবাসীর ব্যানারে মঙ্গলবার সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই কর্মসূচী পালিত হয়। সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়েই বিক্ষোভ মিছিল শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, গত রবিবার নগরীর পবা নতুনপাড়া এলাকার গাঙপাড়া খালের দুই পাশের বাড়ি-ঘর স্থপনা উচ্ছেদ শুরু করে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড। কিন্তু পুনর্বাসন না করে এই শীতের মধ্যে বাসিন্দাদের উচ্ছেদ করার প্রতিবাদ জানান ফজলে হোসেন বাদশা। তিনি গাঙপাড়া এলাকায় অবস্থান নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। আর মানবিক কারণে তাদের কিছুদিন সময় দেয়ার জন্য সুপারিশ করেন। তখন সাম্যবাদী দলের বহিষ্কৃত নেতা মাসুদ রানা তাকে ফোন করে হুমকি দেন। প্রাণনাশের হুমকি দিয়ে বলেন, গাঙপাড়া থেকে সরে না গেলে তার বিপদ আছে। এ নিয়ে নগরীর বোয়ালিয়া থানায় অভিযোগ হয়েছে। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক নেতা রফিকুল ইসলাম পিয়ারুল, রাজশাহী আইনজীবী সমিতির সহ-সভাপতি এন্তাজুল হক বাবু, নারী নেত্রী তসলিমা খাতুন, রাজশাহী নগরীর সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতি প্রমুখ।
×