ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন

প্রকাশিত: ০৯:১১, ২৫ ডিসেম্বর ২০১৯

ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ১১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর ১০ লাখ ৮৯ হাজার ৭৩০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১০ কোটি ৩৪ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেডের। স্কয়ার ফার্মা ২ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা বিএটিবিসি ১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্র্যাক ব্যাংক, জেনেক্স ইনফোসিস, কেপিসিএল, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, পূবালী ব্যাংক, আরডি ফুড ও উত্তরা ব্যাংক লিমিটেড। -অর্থনৈতিক রিপোর্টার শেয়ারবাজার বন্ধ আজ খ্রীস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে আজ বুধবার বন্ধ থাকবে দেশের উভয় স্টক এক্সচেঞ্জ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, আজ ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সরকারি ছুটি। আর এ দিবসটি উপলক্ষে দেশের সব সরকারী, আধাসরকারী, বেসরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তাই ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দাফতরিক কার্যক্রমের পাশাপাশি লেনদেনও বন্ধ থাকবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে যথা নিয়মে লেনদেন শুরু হবে উভয় স্টক এক্সচেঞ্জে। -অর্থনৈতিক রিপোর্টার
×