ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডাকসুর ভিপি’র গায়ে হাত তোলা সমস্ত ছাত্র সমাজের জন্য কলংক : তোফায়েল

প্রকাশিত: ০৯:০৯, ২৪ ডিসেম্বর ২০১৯

ডাকসুর ভিপি’র গায়ে হাত তোলা  সমস্ত ছাত্র সমাজের জন্য কলংক :  তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ,সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলছেন, ডিসেম্বর মাস বিজয়ের মাস। সেই ডিসেম্বর মাসে গনতন্ত্র হত্যাকারীরাই গনতন্ত্র হত্যা দিবস পালন করছে। তিনি আরো বলেন, এই ৩০ ডিসেম্বরকে বিএনপি গনতন্ত্র দিবস হিসাবে পালন করতেছে। কোন বিএনপি? যেই বিএনপি নেতা জিয়াউর রহমান, বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত। যেই বিএনপির নেতা জিয়াউর রহমান সামরিক শাসনের মধ্যে দল করেছে। সেনাবাহীনির প্রধান হিসাবে রাষ্ট্রপতি হয়েছে। কোথায় তাদের গনতন্ত্র? তোফায়েল আহমেদ ডাকসুর ভিপি নুরুল হক নুরুর উপর হামলার প্রসঙ্গে বলেন, এটা অন্যায় ও গ্রহণযোগ্য নয়। যারা এই ঘটনার সাথে জড়িত প্রধানন্ত্রী নির্দেশ দিয়েছেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনতে হবে। একজন ডাকসুর ভিপি’র গায়ে হাত তোলা সমস্ত ছাত্র সমাজের জন্য কলংক। এটা হতে পারে না। আজ মঙ্গলবার দুপুরে ভোলার বাংলাবাজারে এনআরবিসি ব্যাংকের ৭৪তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, ১৯৯৬ সনের ফেব্রুয়ারী মাসে নির্বাচন দিয়ে ১ মাসও ক্ষমতায় থাকতে পারেনি। ১৫ ফেব্রুয়ারী নির্বাচন দিয়েছে এবং ৩০ মার্চ সেই নির্বাচন বাতিলের করতে বাধ্য হয়ে তত্বাবধায়ক সরকার গঠন করেছে। তার পর ২০০১ সনের পর এই ভোলাসহ সারাদেশে যে নির্যাতন করেছে তারাই করছে গনতন্ত্র হত্যা দিবস । সাবেক ডাকসু ভিপি তোফায়েল আহমেদ স্মৃতীচারণ করে বলেন, আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, তখন আমাদের মত ও পথের ভিন্নতা ছিলো। তারপরেও আমরা এক টেবিলে বসে ৬৯ সালে ৪ জানুয়ারি ১১ দফা কর্মসূচি প্রনোয়ণ করেছিলাম। তিনি বলেন, ডাকসুর ভিপি যখন কেউ হয়, সে তখন সকলের নির্বাচিত নেতা। সেই ডাকসু অফিসে ডুকে নুরুর উপর যেভাবে নির্যাতন করা হয়েছে এটা অমানবিক। আমাদের ছাত্র জীবনে এনএসএফ ডাকসু অফিসে আক্রমন করেছিলো। কিন্তু সেই আয়ুব খান-এনএসএফ’র পতন হয়েছে। সেই শিক্ষা কেউ গ্রহণ করেনা। প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ আরো বলেন,বর্তমানে ব্যাংকিং খাতে কঠিন অবস্থা। তার মধ্যেও এনআর কমাশির্য়া ব্যাংক সুনামের সাথে কাজ করে যাচ্ছে। এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের পরিচালক ড. নুরুন নবী, পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমান, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন,ভোলা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান । অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মুখতারহোসেন, সাপোর্ট সার্ভিসেস এন্ড ব্রাঞ্চেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট মেজর (অব:) পারভেজ হোসেন, বরিশাল শাখার ব্যবস্থাপক জি.কে.এ.এম. মাকসুদ বিন হারুন, বাংলাবাজার শাখার ব্যবস্থাপক মো.মোশাররেফ হোসেন নান্নুসহ গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
×