ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পিছিয়ে পড়েও দারুণ জয় মুক্তিযোদ্ধার

প্রকাশিত: ০৮:৫৭, ২৪ ডিসেম্বর ২০১৯

পিছিয়ে পড়েও দারুণ জয় মুক্তিযোদ্ধার

স্পোর্টস রিপোর্টার ॥ একদিন বিরতি দিয়ে মঙ্গলবার থেকে আবারও মাঠে গড়িয়েছে টিভিএস ফেডারেশন কাপ ফুটবলের ৩১তম আসরের খেলা। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অনুষ্ঠানের কারণে অনিবার্য কারণবশত খেলা অনুষ্ঠিত হয়নি। সেই বডিলি শিফট হয়ে পরেরদিন গড়ায়। দিনের প্রথম ম্যাচে ডি-গ্রুপে উত্তর বারিধারা ক্লাবের মুখোমুখি হয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। খেলায় তিনবারের শিরোপাধারী বেঙ্গল রেডস্ খ্যাত মুক্তিযোদ্ধা পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় কুড়িয়ে নেয়। তারা বারিধারাকে হারায় ২-১ গোলে। এই জয়ে কোয়াটার ফাইনালে যাবার সম্ভাবনা উজ্জ্বল করে তুললো তারা। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রতে ৪ পয়েন্ট তাদের। পক্ষান্তরে সমান ম্যাচে ২ হারে এখনও পয়েন্টশূন্য বারিধারা আছে পয়েন্ট টেবিলের তলানিতে। তাদের শেষ আটে নাম লেখানোর সম্ভাবনা কার্যত শেষ। গোল করেন বারিধারার গাম্বিয়ান ফরোয়ার্ড ল্যান্ডিং ডারবোয়ে ( ৪০ মিনিটে), মুক্তিযোদ্ধার গিনি ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা (প্রথমার্ধের সংযুক্তি সময় ৪৫+২ মিনিট) এবং মুক্তিযোদ্ধার জাপানি ফরোয়ার্ড ও অধিনায়ক নোরিতো হাসহিগুচি (৭৪ মিনিটে)।
×