ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শ্রীনগর-হলদিয়া খালের অবৈধ দখল উচ্ছেদ শুরু

প্রকাশিত: ১২:৩৭, ২৪ ডিসেম্বর ২০১৯

শ্রীনগর-হলদিয়া খালের অবৈধ দখল উচ্ছেদ শুরু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগর-হলদিয়া খালের অবৈধ দখলের উচ্ছেদ শুরু হয়েছে। দশদিন চলবে এ অভিযান। প্রথম দিন সোমবার দেউলভোগ এলাকা থেকে উচ্ছেদ শুরু হয়। শ্রীনগর বাজার ও আশপাশের অনেকেই তাদের অবৈধ দোকানঘর ও স্থাপনা সরিয়ে নেন। উচ্ছেদ অভিযান উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড ঢাকা অঞ্চলের প্রধান প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস, পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণের নির্বাহী প্রকৌশলী টিএম রাশিদুল কবির, মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইফুল ইসলাম, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার, শ্রীনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উচ্ছেদে নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাশিদ বিন এনাম, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মাহমাদুল হাসান, ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান ও ফিরুজ আল মামুন প্রমুখ।
×