ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নূরসহ আহতদের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন

প্রকাশিত: ১২:৩২, ২৪ ডিসেম্বর ২০১৯

নূরসহ আহতদের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধ মঞ্চের হামলায় আহত ডাকসু ভিপি নুরুল হক নূরসহ বাকি চারজনের চিকিৎসায় বোর্ড গঠন করেছে ঢাকা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। সোমবার এই বোর্ড গঠন করা হয়। এ বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ রাজিউল হককে প্রধান করে নয় সদস্যের বোর্ড গঠন করা হয়েছে নূরসহ আহতদের উন্নত চিকিৎসার জন্য। মঙ্গলবার সকালে বোর্ড বৈঠকে বসবে এবং আহতদের অবস্থা অনুযায়ী চিকিৎসা দেয়া হবে। হাসপাতালে এখন পাঁচজন ভর্তি আছেন জানিয়ে নাসির উদ্দিন বলেন, তারা সবাই শঙ্কামুক্ত। ডাকসু ভবনে হামলায় আহতদের মধ্যে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক তুহিন ফারাবীকে রবিবার আইসিইউতে রাখা হলেও অবস্থার উন্নতি ঘটায় সোমবার তাকে চিকিৎসকদের পরামর্শে ওয়ার্ডে ফিরিয়ে আনা হয়। হাসপাতালে এখন চিকিৎসাধীন বাকি চারজন হলেন ভিপি নুরুল হক নূর, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা ফারুক হোসেন, এপিএম সোহেল ও আমিনুর।
×