ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নবজাতকের জন্ডিস

প্রকাশিত: ১২:০৮, ২৪ ডিসেম্বর ২০১৯

নবজাতকের জন্ডিস

১. শতকরা ৮০ ভাগ নবজাতকই কমবেশি জন্ডিসে ভুগে থাকে। ২. এ জন্ডিস আর বড়দের জন্ডিস এক জিনিস নয়। ৩. লিভার এনজাইমের কমতির জন্যে এ রকম হয়ে থাকে বেশির ভাগ ক্ষেত্রে। ৪. বেশি না হলে চিন্তা করার দরকার নেই। ৫. বেশি করে বুকের দুধ খাওয়ান। ৬. না, রোদে দেয়াার দরকার নেই। রোদে উল্টো ক্ষতি হতে পারে। চোখের ক্ষতি হতে পারে। ৭. বেশি হলুদ মনে হলে আপনার কাছের ডাক্তারকে দেখান। ৮. বেশি হলে বিলিরুবিন পরীক্ষা করে নিন। অনেক সময় তার ফটো থেরাপি চিকিৎসা লাগতে পারে। ডাঃ এটিএম রফিক (উজ্জ্বল) শিশু বিভাগ, হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×