ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বড়দিনে অনুরূপ আইচের গান

প্রকাশিত: ১১:৪৯, ২৪ ডিসেম্বর ২০১৯

বড়দিনে অনুরূপ আইচের গান

সংস্কৃতি ডেস্ক ॥ যিশু খ্রিস্টের জন্মদিনকে বিশ্বের খ্রীস্টান ধর্মাবলম্বীরা বড়দিন হিসেবে পালন করে। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় বড়দিন পালিত হয়। এ উপলক্ষে গীতিকার ও লেখক অনুরূপ আইচের রচনা ও পরিকল্পনায় একটি নতুন গান গান প্রকাশ হতে যাচ্ছে ‘ই নেটওয়ার্ক’ এর ইউটিউব চ্যানেলে। গানটির শিরোনাম ‘যিশুর বন্দনা’। বিজয় রথ ব্যান্ডের কীবোর্ডিস্ট শুভ্রর সঙ্গীত পরিচালনায় এই গানটি গেয়েছেন গোমেজ রাহুল। গানটি সুরও করেছেন তিনি। এ প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, গত এক বছরের বেশি সময় ধরে ধারাবাহিকভাবে আমি ইসলামী গান লেখা ও প্রকাশের জন্য কাজ করে যাচ্ছি। ইসলাম ধর্মতে যিশুখ্রিস্ট তথা ঈসা নবীকে অনেক সম্মানিত স্থান দিয়েছেন আল্লাহতাআলা। ঈসা নবীর সবসময় প্রচার করেছেন, আল্লাহ এক ও অদ্বিতীয়। তাই উনাকে সম্মান জানাতেই আমার এই উদ্যোগ। আর এটা সফল হয়েছে তরুণ পরিচালক ও গায়ক ইয়ামিন ইলানের অশেষ পরিশ্রমে। সেইসঙ্গে ‘ই নেটওয়ার্ক’- এর এই মহতী কাজের জন্য সাধুবাদ জানাই।
×