ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘সব পেয়েছির আসর’ অনুষ্ঠানে ভারতে খেলাঘরের ১০ সদস্যের প্রতিনিধি দল

প্রকাশিত: ১১:৪৮, ২৪ ডিসেম্বর ২০১৯

‘সব পেয়েছির আসর’ অনুষ্ঠানে ভারতে খেলাঘরের ১০ সদস্যের প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার ॥ প্রতিবারের মতো এবারও সর্বভারতীয় শিশু-কিশোর সংগঠন ‘সব পেয়েছির আসর’র ৭৫তম বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ভারত গেল জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘরের ১০ সদস্যের প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় এবার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার অনুষ্ঠানে যোগ দিতে খেলাঘরের প্রতিনিধি দল ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। দলটি ২৩ ডিসেম্বর থেকে আগামী দুই জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গে অবস্থান করবে। সেখানে সব পেয়েছির আসর আয়োজিত অনুষ্ঠানের বিভিন্ন পর্বে বাংলাদেশ থেকে যাওয়া প্রতিনিধি দলের অংশ নেয়ার কথা আছে। ১০ সদস্যের প্রতিনিধি দলের দলনেতা হিসেবে আছেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক সুনিল কুমার, উপ-দলনেতা সম্পাদক মন্ডলীর সদস্য গোবিন্দ বাগচী ও আসমা আব্বাসি ঊর্মি। এছাড়া ঢাকা মহানগরীর তালহা, শেরপুরের রোদেলা, গাজীপুরের অর্পিতা, ও আরশি, ব্রাক্ষণবাড়িয়ার রিদিমা ও প্রথা, চাঁদপুরের কাবিসা প্রতিনিধি দলে অংশ নেয়। সব পেয়েছির আসরের অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের সফলতা কামনা করেছেন কেন্দ্রীয় খেলাঘরের সভাপতিমন্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার ও সাধারণ সম্পাদক প্রণয় সাহা।
×