ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নির্মাণ হচ্ছে চলচ্চিত্র ॥ ‘বিফোর আই ডাই’

প্রকাশিত: ১১:৪৫, ২৪ ডিসেম্বর ২০১৯

নির্মাণ হচ্ছে চলচ্চিত্র ॥ ‘বিফোর আই ডাই’

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাজ্যভিত্তিক বিজ্ঞাপন নির্মাণ ও চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ‘এডওয়ার্কস প্রথমবারের মতো ঢাকাই বাংলা চলচ্চিত্র প্রযোজনা শুরু করতে যাচ্ছে। জানা গেছে লন্ডন প্রবাসী বাঙালী নির্মাতা মিনহাজ কিবরিয়া পরিচালিত ‘বিফোর আই ডাই’ নামের একটি চলচ্চিত্রটি প্রযোজনার করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। চলতি মাসের ২৬ তারিখ থেকে বিএফডিসি, ঢাকা ও আশপাশের বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শূূটিং শুরু হতে যাচ্ছে। আর শূটিং চলবে একটানা জানুয়ারি মাসজুড়ে। এই চলচ্চিত্রে অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন প্রতিভাবান অভিনেতা শিমুল খান। আরও অভিনয় করবেন আমান রেজা, চিত্রনায়িকা আফ্রি সেলিনা আফ্রি এবং লন্ডন প্রবাসী মডেল, অভিনেতা ইফতি আহমেদ ও ঢাকাই র‌্যাম্প মডেল লাবণী মারমা। জানা গেছে, ‘বিফোর আই ডাই’ নামক ডার্ক ধাঁচের এ্যাকশন-থ্রিলার চলচ্চিত্রটি প্রধানত বাংলা ভাষার পাশাপাশি কয়েকটি ভাষায় ডাবিং করে বাংলাদেশ, যুক্তরাজ্য, ইউরোপসহ বিশ্বের অন্যান্য অনেক দেশেই মুক্তি দেয়া হবে। ‘বিফোর আই ডাই’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন শিমুল খানসহ অন্যরা। অভিনেতা শিমুল খান জানান, গত কয়েক মাসে প্রায় এক ডজন চলচ্চিত্রে কাজের প্রস্তাব পেয়েও চরিত্র, চলচ্চিত্রের মান এবং অন্য প্রয়োজনীয় শর্তাদি বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারার কারণে শেষ পর্যন্ত কোন চুক্তি স্বাক্ষর করেননি। যার কারণে এই সময়ে শুধুমাত্র কলকাতার টলিগঞ্জের একাধিক কাজেই ব্যস্ত সময় পার করছেন তিনি। ইতোমধ্যে ভারতীয় জনপ্রিয় বাংলা ওয়েব প্ল্যাটফর্ম হৈ চৈ এর জনপ্রিয় গোয়েন্দা সিরিজ ‘একেন বাবু’র তৃতীয় কিস্তি ‘একেন বাবু ও ঢাকা রহস্য’ হৈ চৈ এর পর্দায় মুক্তি পেয়ে বেশ সাড়া ফেলেছে। তিনি জানান এই সিরিজে অভিনয়ের জন্য দুই বাংলা থেকেই অভাবনীয় সারা পাচ্ছেন। কলকাতায় নিয়মিত করে যাওয়া অন্যান্য কাজগুলোও খুব শীঘ্রই দুই বাংলার দর্শকদের সামনে চলে আসবে। সর্বশেষে কোন রাগঢাক ছাড়াই শিমুল খান নিজের নতুন সিদ্ধান্তের কথা জানালেন। এখন থেকে- চরিত্র, চলচ্চিত্রের গল্প, মান এবং দ্বিপাক্ষিক শর্তাবলীসহ অন্যান্য সব হিসেব ঠিক থাকলে বছরে আর আগের মতো এক ডজন নয়, মাত্র তিন থেকে চারটা চলচ্চিত্রে কাজ করবেন। আর বাকিটা সময় ওয়েব সিরিজ, টিভি নাটক এবং থিয়েটারের জন্য অভিনয় করবেন তিনি।
×