ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ মিসবাহ

প্রকাশিত: ১১:৪০, ২৪ ডিসেম্বর ২০১৯

বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ মিসবাহ

স্পোর্টস রিপোর্টার ॥ শুরু থেকেই পাকিস্তান সফর নিয়ে সংবাদ মাধ্যমকে ভীষণ রকমের কনফিউসড করে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ যে পাকিস্তানে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যমেই সেটি প্রথম প্রকাশিত হয়। পরে বিসিবি থেকে জানানো হয়, নিরাপত্তার কারণে সেখানে এক সপ্তাহের বেশি অবস্থান সম্ভব নয়। বাংলাদেশ তাই সর্বোচ্চ তিনটি টি২০ খেলতে আগ্রহী। কারণ দুটি টেস্ট খেলতে গেলে অন্তত এক মাস পাকিস্তানে অবস্থান করতে হবে। বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো নিরাপত্তা দল ক্রিকেটারদের সেখানে এত বেশি সময় অবস্থানে বিপক্ষে। টাইগাররা প্রয়োজনে নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট সিরিজ খেলতে আগ্রহী। কিন্তু পাকিস্তান আবার তাতে মোটেও রাজি নয়। এই অবস্থায় হতাশা প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল হক। বাংলাদেশের টেস্ট খেলতে না চাওয়ায় সাবেক পাকিস্তান অধিনায়ক যারপরনাই হতাশ। মিসবাহ বলেন, ‘আমি আসলে ওদের এমন আপত্তির কোন কারণ খুঁজে পাচ্ছি না। টেস্ট বাদ দিয়ে শুধু টি২০ খেলতে আসার কোন যুক্তিও দেখছি না। আমার মনে হয় পাকিস্তানে না আসতে ওরা খোঁড়া যুক্তি দেখাচ্ছে। যদি শেষ পর্যন্ত তাই হয়, তাহলে পাকিস্তানের প্রতি এটা বড় অন্যায় হবে। এটা তখনই হচ্ছে যখন নাকি দলগুলো এখানে আসছে, খেলছে কোন সমস্যা ছাড়া। আর বাংলাদেশ কিনা টেস্টে আমাদের এড়াতে খোঁড়া যুক্তি দেখাচ্ছে।’ বাংলাদেশ যদি পাকিস্তানে টেস্ট না খেলে তাহলে পাকিস্তানের পরবর্তী টেস্ট সিরিজ হবে দেরিতে। খেলতে হবে ইংল্যান্ডে। তেমনটা হলে মিসবাহ মনে করেন বিপদে পড়বে পাকিস্তানের ক্রিকেটাররাই, ‘আমাদের ছেলেরা যদি খেলতে নাই পারে, তাহলে ওদের কীভাবে দোষারোপ করি। টানা কয়েক মাস কোন ফরমেটে খেলতে না পারলে, ক্রিকেটারদের জন্য পারফর্ম করাটা সহজ নয়।’ আইসিসির এফটিপি অনুযায়ী, আগামী বছরের জানুয়ারিতে ৩ ম্যাচ টি২০ এবং ২ ম্যাচ টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানের সফর করার কথা বাংলাদেশের। এজন্য সন্ত্রাস কবলিত দেশটিতে মাস খানেকের বেশি সময় থাকতে হবে টাইগারদের। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেখানে লম্বা সময় অবস্থান করতে চায় না তারা।এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) সেই অপারগতার কথা জানিয়ে দিয়েছে বিসিবি।
×