ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রামচন্দ্রপুর খালের ৭০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ১১:৩৫, ২৪ ডিসেম্বর ২০১৯

রামচন্দ্রপুর খালের ৭০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ার বলেছেন, ২৩ ডিসেম্বর থেকে ৬৪ জেলায় শুরু হওয়া প্রায় ৪৪ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে সফল না হওয়া পর্যন্ত আমরা থামব না। প্রয়োজনে আমরা আইনী প্রক্রিয়ার জন্যও প্রস্তুত রয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেল্টা প্ল্যানের সহায়ক একটি পদক্ষেপ হচ্ছে এই উচ্ছেদ অভিযান। ২৩ ডিসেম্বর সোমবার ঢাকা জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটি আয়োজিত ঢাকার মোহাম্মদপুরের ৩.১০ কিঃমিঃ দৈর্ঘ্যবিশিষ্ট রামচন্দ্রপুর খালের প্রায় ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে পানি সচিব একথা বলেন। অভিযান চলাকালে ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রবিউল আলম, ঢাকা জেলার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল মতিন সরকার, ঢাকা-২’র নির্বাহী প্রকৌশলী দেওয়ান আইনুন হক প্রমুখ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি আইইউবিএটি বাংলাদেশে দ্বিতীয় ওয়ার্ল্ড র‌্যাংকিং-২০১৯ ইউআই গ্রীন মেট্রিক ওয়ার্ল্ড র‌্যাংকিং-২০১৯ অনুযায়ী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) বাংলাদেশে দ্বিতীয় শীর্ষস্থান দখল করে নিয়েছে। বিশ্বের ৮৫ দেশের ৭৮০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইইউবিএটির অবস্থান ২৪১তম। এই র‌্যাংকিংয়ের লক্ষ্য হলো বর্তমান পরিস্থিতি এবং সারা বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে গ্রীন ক্যাম্পাস এবং টেকসই উন্নয়ন সম্পর্কিত নীতিমালার প্রতিফলনসমূহের ফল প্রকাশ করা। প্রতিবছর মোট ছয়টি মানদ-ের ভিত্তিতে এই র‌্যাংকিং প্রকাশ করে নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি এ্যান্ড রিসার্চ। -বিজ্ঞপ্তি
×