ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীর জানাজা সম্পন্ন

প্রকাশিত: ১১:৩৫, ২৪ ডিসেম্বর ২০১৯

সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীর জানাজা সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীর জানাজা সুপ্রীমকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সুপ্রীমকোর্টের বিচারকাজ হয়নি। তার সম্মানার্থে সোমবার সুপ্রীমকোর্টের আপীল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারকার্য বন্ধ থাকবে বলে জানান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মুহাম্মদ ইমান আলী। এদিকে বেলা সাড়ে ১০টার দিকে সুপ্রীমকোর্ট প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রবিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাজধানীর ধানম-িতে নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। আপীল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, এ্যাটর্নি জেনারেল অফিসের কর্মকর্তাবৃন্দ, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির (বার) সভাপতি এ এম আমিন উদ্দিন, সুপ্রীমকোর্ট বারের কর্মকর্তাবৃন্দ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি সিনিয়র এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সুপ্রীমকোর্ট বারের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীনসহ বিপুলসংখ্যক আইনজীবী এবং সুপ্রীমকোর্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা জানাজায় অংশ নেন। জানাজা শেষে তার মরদেহ সিলেটের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এর আগে সকালে ধানম-ির তাকওয়া মসজিদে বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
×