ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিএনপি

প্রকাশিত: ১১:৩৪, ২৪ ডিসেম্বর ২০১৯

৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৩০ ডিসেম্বর ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করবে বিএনপি। এ উপলক্ষে ঢাকাসহ সারাদেশে ওইদিন প্রতিবাদ সমাবেশ আহ্বান করেছে তারা। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচী ঘোষণা করেন। রিজভী বলেন, আগামী ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। নেতা-কর্মীরা সেদিন কালো ব্যাজ ধারণ করবেন এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় অফিসগুলোতে কালো পতাকা উত্তোলন করা হবে। ঢাকায় আমরা সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়া পল্টনের আমাদের অফিসের সামনে সমাবেশ করার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছি। সংবাদ সম্মেলনে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপিসহ বিরোধী দলকে গুম, খুন, হত্যা ও অসংখ্য মামলায় জর্জরিত করে প্রচ- বৈরী ও প্রতিকূল অবস্থার দিকে ঠেলে দিচ্ছে সরকার। বিএনপির প্রতিটি কর্মসুচীতে সহিংস কায়দায় বাধা দেয়া হচ্ছে। প্রতিনিয়ত মিথ্যা ও আজগুবি মামলায় হয়রানি করা হচ্ছে। দেশের জেলা উপজেলায় আমাদের কাউন্সিল করতে বাধা দেয়া হচ্ছে। শান্তিপূর্ণ সভা-সমাবেশের অনুমতি দেয়া হচ্ছে না। গণতান্ত্রিকভাবে মিছিল সমাবেশ করলে গুলি, টিয়ার শেল ও লাঠিচার্জ করে গ্রেফতার করা হচ্ছে। অথচ আওয়ামী লীগসহ তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন ঢাকা শহরের অনেক সড়কে যান চলাচলে বাধা দিয়ে মানুষকে দুর্ভোগে ফেলে দিনের পর দিন সোহরাওয়ার্দী উদ্যানে সভা-সমাবেশ করছে। নিজেদের দলে কথিত গণতন্ত্র চর্চার নামে বিরোধী দল ও প্রতিপক্ষের গণতন্ত্রকে টুটি চেপে হত্যা করা হচ্ছে। নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূঁইয়া, আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
×