ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাঠে ঢুকে পড়ল মৌমাছি

প্রকাশিত: ১১:০৪, ২৪ ডিসেম্বর ২০১৯

মাঠে ঢুকে পড়ল মৌমাছি

তানজানিয়ার ফেডারেশন কাপ ম্যাচ চলাকালে হঠাৎ মৌমাছি প্রবেশ করে খেলা বন্ধ করে দেয়। মাঠে তখন দুই দল প্রতিপক্ষের জালে বল পাঠাতে ব্যস্ত। খেলা ততক্ষণে প্রথমার্ধ থেকে দ্বিতীয়ার্ধে গড়িয়েছে। প্রিয় দলের গোল উপভোগ করতে উৎসুক দর্শক। তবে হঠাৎ ছন্দপতন! একঝাঁক মৌমাছি ঢুকে পড়ে মাঠে। আর তাতেই বাধে বিপত্তি। কিছুক্ষণের জন্য থেমে যায় খেলা। মৌমাছির আক্রমণে এক খেলোয়াড় সামান্য আহত হয়েছেন। মৌমাছির বিড়ম্বনার শিকার হয়েছেন তানজানিয়াস ইয়ং আফ্রিকানস (ইয়ঙ্গা) ও ইরিঙ্গা ইউনাইটেড। স্থানীয় এক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, শনিবার তানজানিয়ার দারেস সালাম শহরে উহুরু স্টেডিয়ামে ওই ম্যাচ চলছিল। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৭ মিনিটের মধ্যে মাঠে হঠাৎ মৌমাছির ঝাঁক মাঠে ঢুকে পড়ে। সে সময় খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মৌমাছির আক্রমণ থেকে নিজেদের বাঁচাতে সবাই মাটিতে শুয়ে পড়েন। অবশ্য ১০ মিনিট পর মৌমাছির দল মাঠ থেকে সরে যায়। পরে আবার খেলা শুরু হয়। খেলা শেষে তানজানিয়াস ইয়ং আফ্রিকানস ৪-০ গোলে ইরিঙ্গা ইউনাইটেডকে পরাজিত করে। ঘটনায় ইয়ঙ্গা স্টার আলি মিতোনি সোনসো আহত হন বলে জানা গেছে। মাঠে ফেরার আগে তাকে কিছুক্ষণ ফিজিওর সহায়তা নিতে হয়। - এমএসএন
×