ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিলেটে বইমেলা

প্রকাশিত: ০৯:২৯, ২৪ ডিসেম্বর ২০১৯

সিলেটে বইমেলা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটে সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন হয়েছে। নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে ২৩ ডিসেম্বর থেকে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত এ বইমেলা চলবে। বইমেলা প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে সংস্কৃতি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় বিভাগীয় বইমেলার আয়োজন করেছে সিলেট জেলা প্রশাসন। সোমবার বিকেল ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। বিনামূল্যে চিকিৎসা নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, ২৩ ডিসেম্বর ॥ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সোমবার সকালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের সহযোগিতায়, বেসরকারী এনজিও রিক-এর আয়োজনে হাতিয়া উপজেলার লক্ষ্মীদিয়া বড় ফোল এলাকায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রিক-এর জি এম ফেরদৌসি বেগম গিতালী, জোনাল ম্যানেজার হুমায়ন কবির, এরিয়া ম্যানেজার মোঃ ওয়াদুদ, ম্যানেজার সৈয়দ রবিয়ল ইসলাম প্রমুখ। সকাল থেকে শুরু হয়ে এ ক্যাম্প বিকেল ৪টা পর্যন্ত চলে।
×