ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মামলার বাদীকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই আটক

প্রকাশিত: ০৯:২৯, ২৪ ডিসেম্বর ২০১৯

মামলার বাদীকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই আটক

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ভুরুঙ্গামারীতে ধর্ষণ মামলার বাদীকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে এক যুবক আটক হয়েছে। আটককৃত যুবকের নাম গোলজার ওরফে গোলবার। জানা গেছে, সম্প্রতি উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের মোজাহার আলীর পুত্র রফিকুল ইসলাম মিজানুর রহমানের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন। এরপর পুলিশ ঘটনার সত্যতা পেয়ে তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। এরই জের ধরে রবিবার বিকেলে কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের পরশু রামের কুটি গ্রামের গোলজার ও কেদার সাধুর মোড় গ্রামের সাইদুল ইসলাম ইয়াবা দিয়ে রফিকুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করে। সেসময় ঐ দুজনে ২৫ পিস ইয়াবা নিয়ে রফিকুলের কাছে আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী থানা পুলিশের হাতে গোলজার আটক হয়। তার সঙ্গে থাকা সাইদুল পালিয়ে যায়। তবে সোমবার দুপুরে আটককৃত গোলজার হোসেন রফিকুলকে ইয়াবা দিয়ে ফাঁসানোর কথা স্বীকার করে পুলিশের কাছে। ভুক্তভোগী রফিকুল অভিযোগ করেন, কচাকাটা থানা পুলিশের সোর্স সাইদুল ও আটক গোলজার আমার প্রতিপক্ষের সঙ্গে চক্রান্ত করে আমাকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করলে তা পুলিশের কারণে চক্রান্ত নস্যাৎ হয়। রাঙ্গুনিয়ায় ২ ইউপি নির্বাচন ৩০ ডিসেম্বর নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া, ২৩ ডিসেম্বর ॥ রাঙ্গুনিয়া উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর। সীমানা বিরোধ নিয়ে আদালতে মামলা থাকার কারণে যথাসময়ে উপজেলার ৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ও ৪নং মরিয়মনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়নি। চেয়ারম্যান পদে এবারও দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। গত ১৩ ডিসেম্বর প্রতীক বরাদ্দ শেষে দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ২ জন করে ৪ জন। ৪ প্রার্থীই আওয়ামী লীগ দলীয় নেতা। বিএনপি এখানে নির্বাচন বর্জন করেছে। সাধারণ সদস্য পদে প্রার্থী ৯২ জন। সংরক্ষিত মহিলা আসনে ১৬ জন। মরিয়মনগর ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুল হক হিরু, অপর প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য সেলিম, তার প্রতীক আনারস। স্বনির্ভর ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরউল্লাহ। অপর প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সদস্য ও বর্তমান চেয়ারম্যান রহিমউদ্দিন চৌধুরী। তার প্রতীক টেলিফোন।
×