ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাগুরায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

প্রকাশিত: ০৯:২৩, ২৪ ডিসেম্বর ২০১৯

মাগুরায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। মাঠের পর মাঠ হলুদ সরিষার ফুল। চারদিকে শুধু হলুদ আর হলুদ । কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ১১ হাজার ৯৭৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। সরিষা চাষে খরচ কম এবং লাভ বেশি বলে কৃষকরা সরিষা চাষে ঝুঁকে পড়েছে। বিঘাপ্রতি ফলন হয় ৫/৬ মণ । প্রতিমণ সরিষা বাজারে ১৫শ’ থেকে ১৯শ’ টাকায় বিক্রি হয়। সরিষা চাষীরা সরিষা ক্ষেতে মৌ বাক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন। ফলে বাড়তি মধু আহরণের পাশাপাশি পরাগায়নের মাধ্যমে অতিরিক্ত সরিষা উৎপাদন হচ্ছে। লাভজনক হওয়ায় কৃষকরা সরিষা চাষ ও মধু সংগ্রহে এগিয়ে এসেছেন। মাঠের পর মাঠ সরিষার হলুদ ফুল অপরূপ দৃশ্যের সৃষ্টি করেছে। ফাল্গুন মাসে সরিষা কাটা শুরু হবে।
×