ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টিসিবি এখন ৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছে

প্রকাশিত: ০৯:২২, ২৪ ডিসেম্বর ২০১৯

টিসিবি এখন ৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাজার পরিস্থিতি বিবেচনা করে পেঁয়াজের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সিদ্ধান্ত অনুযায়ী টিসিবির প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকার পরিবর্তে ৩৫ টাকা দরে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার থেকে নতুন এই মূল্য কার্যকর করা হয়েছে। ট্রাকে করে টিসিবি এ পেঁয়াজ বিক্রি করছে। প্রতিদিন রাজধানীর ৫০ স্পটে ৫০টি ট্রাকে করে টিসিবি পেঁয়াজ বিক্রি করছে। দেশের বাজারে পেঁয়াজের মূল্য বেড়ে যাওয়ায় গত ১৭ সেপ্টেম্বর থেকে খোলা বাজারে টিসিবি পেঁয়াজ বিক্রি শুরু করে। একজন ক্রেতা সর্বোচ্চ ২ কেজি করে পেঁয়াজ কিনতে পারছেন। শুরুতে রাজধানীর পাঁচটি স্পটে পাঁচটি ট্রাকে করে পেঁয়াজ বিক্রি শুরু করে টিসিবি। চাহিদা বেড়ে যাওয়ায় গত ২২ সেপ্টেম্বর থেকে ১০টি ট্রাকে ও ২৮ সেপ্টেম্বর থেকে ৩৫টি ট্রাকে করে পেঁয়াজ বিক্রি শুরু করে টিসিবি।
×