ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত: ০৯:১৮, ২৪ ডিসেম্বর ২০১৯

তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের তালিকাভুক্ত তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। সোমবার রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানির প্রস্তাবিত ১ শতাংশ লভ্যাংশ অনুমোদন দেয়। আলোচ্য সময়ে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭৭ লাখ ৮৭ হাজার টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৭ কোটি ৯৯ লাখ ২২ হাজার টাকা। আলোচ্য সময়ে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২০ পয়সা। ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৬৮ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩২ টাকা ৩ পয়সা। সভাপতির বক্তব্যে কোম্পানি চেয়ারম্যান রফিক হাসান বলেন, এ বছর আমাদের ব্যবসা ভাল হয়েছে। এ বছর কোম্পানির বিক্রয় টার্নওভার বেড়েছে ৫৬ দশমিক ৫০ শতাংশ এবং পূর্ববর্তী অর্থবছরের তুলনায় মোট মুনাফা কিছুটা বেড়েছে ২৪ দশমিক ২৪ তবে উচ্চতর কার্যক্রমের কারণে এবং ট্যাক্স ব্যয়ের প্রভাবের সঙ্গে আর্থিক ব্যয়গুলো বর্তমান নেট মুনাফার মার্জিনকে উল্লেখযোগ্যভাবে আঘাত করে। ফলে আমাদের এ বছর মুনাফা কম হয়েছে। কোম্পানির চেয়ারম্যান রফিক হাসানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মহিম হাসান, পরিচালক নাঈম হাসান, লিরা রিজওয়ানা কাদের ও আঞ্জুমান আরা বেগম। এছাড়া কোম্পানির দুই স্বাধীন পরিচালক ও কোম্পানি সেক্রেটারি বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন।
×