ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৩৮ বছর বয়সী কোচের ৪৮ বছরের শিষ্য!

প্রকাশিত: ১০:৩০, ২৩ ডিসেম্বর ২০১৯

 ৩৮ বছর বয়সী কোচের ৪৮ বছরের শিষ্য!

স্পোর্টস রিপোর্টার ॥ যে বয়সে অন্যান্য ক্রিকেটার খেলার মাঠ ছেড়ে ধারাভাষ্যকার বা ক্রিকেট প্রশাসন, এমনকি বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন, সেই বয়সে দাপিয়ে ক্রিকেট খেলছেন প্রবীণ তাম্বে। আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি ৪৮ বছর বয়সী এই স্পিনারকে এবার ২০ লক্ষ টাকায় কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মজার ব্যাপার হলো, তাম্বেকে যিনি শেখাবেন মানে কোচিং করাবেন তিনিও শিষ্যের চেয়ে ১০ বছরের ছোট। এ যেন আদু ভাইয়ের গল্প। কেকেআরের হেড কোচ নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ৩৮ বছর বয়সী ব্রেন্ডন ম্যাককুলাম। তিনি এবার কলকাতার গুরুর দায়িত্ব পেয়েছেন। ঘরোয়া ক্রিকেটে পরিচিত নাম হলেও বেশি ম্যাচ খেলেননি তাম্বে। লিস্ট-এ ম্যাচ খেলেছেন ৬টি। প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন মোটে ২টি। আইপিএলে তার অভিষেক হয়েছিল রাজস্থান রয়্যালসের হাত ধরে। শেন ওয়ার্ন তাকে নিয়ে এসেছিলেন দলে।
×