ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন আঙ্গিকে ঘরোয়া ক্রিকেট

প্রকাশিত: ১০:২৯, ২৩ ডিসেম্বর ২০১৯

 নতুন আঙ্গিকে ঘরোয়া ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরোয়া ক্রিকেটের গুণগত মান বৃদ্ধি, বেশ কিছু সংস্কার, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে এ বছর অক্টোবরে আন্দোলনে নেমেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। পরবর্তীতে সব দাবি মেনে নেয়ার আশ্বাস দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যেই এবার জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) পরিবর্তনের ছোঁয়া লেগেছে ক্রিকেটারদের বেতন-ভাতা বেড়ে যাওয়ার মাধ্যমে। এবার জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন আগামী বছর ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন প্রতিযোগিতায় পরিবর্তন আসছে। নান্নু জানিয়েছেন, নতুন আঙ্গিকে দীর্ঘ পরিসরের প্রথম শ্রেণীর ফ্র্যাঞ্চাইজি আসর বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল), ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ (ডিপিএল), এনসিএল, বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে পরিবর্তন আনার পরিকল্পনা নেয়া হয়েছে। মূলত দীর্ঘ পরিসরের ঘরোয়া ক্রিকেটেই আনা হবে পরিবর্তন। দীর্ঘ পরিসরের ক্রিকেটে উন্নতির জন্য পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। এ বিষয়ে নান্নু বলেন, ‘সামনের বিসিএল থেকেই দেখতে পাবেন আমরা কি পরিকল্পনা করছি দীর্ঘ পরিসরের (লঙ্গার ভার্সন) ক্রিকেটের জন্য। আগামী এনসিএলেও দেখবেন নতুন পরিকল্পনা আমরা শুরু করছি।’ জানা গেছে পুরনো ফর্মুলায় ফিরে যেতে পারে বিপিএল টি২০, ডিপিএল ওয়ানডে প্রতিযোগিতা। প্লেয়ার্স ড্রাফটের পরিবর্তে খেলোয়াড়দের পছন্দে দলবদল এবং এনসিএলের পাশাপাশি একটি ওয়ানডে আসরও করা হবে। এমন দাবি আন্দোলনে নামা ক্রিকেটারদেরও ছিল। অবশ্য এ বিষয়ে সরাসরি কিছু না জানিয়ে নান্নু বলেন, ‘খেলোয়াড়দের পারফর্মেন্সর মূল্যায়ন প্রত্যেক ক্ষেত্রেই করা হবে। ফিটনেসও বাড়াতে হবে। অন্যান্য টেস্ট খেলুড়ে দেশের চেয়ে ফিটনেসে আমরা পিছিয়ে আছি এখনও। এই ফিটনেস লেভেল আরও ওপরে নিতে পারলে এমনিতেই পারফর্মেন্সের মান বেড়ে যাবে।’
×