ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রুতি লেখকের আবেদন আহ্বান

প্রকাশিত: ১০:২২, ২৩ ডিসেম্বর ২০১৯

 শ্রুতি লেখকের আবেদন আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ ৪০তম বিসিএস লিখিত পরীক্ষায় শ্রুতি লেখকের জন্য আবেদন আহ্বান করেছে সরকারী কর্ম কমিশন (পিএসসি)। প্রতিবন্ধী পরীক্ষার্থীদের প্রয়োজনভিত্তিক এ আবেদন ২৯ ডিসেম্বরের মধ্যে পিএসসিতে জমা দিতে হবে। রবিবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, আগামী ৪ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষায় আবশ্যিক বিষয়ের পরীক্ষার জন্য প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যেসকল প্রার্থীর শ্রুতি লেখক প্রয়োজন হবে তাদের পিএসসিতে আবেদন করতে হবে। ২৯ ডিসেম্বরের মধ্যে অফিস চলাকালীন পিএসসিতে আবেদন জমা দিতে হবে। আরও বলা হয়, আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।
×