ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাত্রাতিরিক্ত ইয়াবা সেবনে ‘এ’ লেভেল ছাত্রীর মৃত্যু, পরিবার বলছে হত্যাকান্ড

প্রকাশিত: ১০:২০, ২৩ ডিসেম্বর ২০১৯

  মাত্রাতিরিক্ত ইয়াবা সেবনে ‘এ’ লেভেল ছাত্রীর মৃত্যু, পরিবার বলছে হত্যাকান্ড

স্টাফ রিপোর্টার ॥ মাত্রাতিরিক্ত ইয়াবা সেবনেই মৃত্যু ঘটেছে ব্রিটিশ কাউন্সিলের এ লেভেলের ছাত্রী স্বর্ণা রশিদের (২২)। এ ঘটনায় তার বাবা রাজধানীর কোতোয়ালি চকবাজারের ৭ নম্বর বেগম বাজার এলাকার ধনাঢ্য ব্যবসায়ী হারুন উর রশিদ পাপ্পু মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ ইতোমধ্যে একজনকে গ্রেফতার করে তার প্রাথমিক জবানবন্দী সংগ্রহ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। বিত্তবান পরিবারের আদুরে মেয়ে স্বর্ণার স্বজনরা এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকা- বলে দাবি করছে। ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে গিয়ে হোটেলে থাকাবস্থায় মাত্রাতিরিক্ত ইয়াবা সেবনেই স্বর্ণার মৃত্যু ঘটেছে বলে দাবি করছে হাসপাতাল কর্তৃপক্ষও। জানা গেছে, গত শুক্রবার ১০-১২ জন বন্ধু-বান্ধব নিয়ে কক্সবাজারে বেড়াতে যায় স্বর্ণা। সকালে কক্সবাজার পৌঁছে তারকা হোটেল ওশান প্যারাডাইসের সামনে হোটেল জামান নামে একটি হোটেলে তারা কক্ষ ভাড়া নেন। হোটেলটি ইয়াবা সম্রাট শাহজাহান আনসারীর। তিনি আত্মসমর্পণের পর কারান্তরীণ রয়েছেন। হোটেলে উঠে বিকেলে সৈকত ভ্রমণে যান স্বর্ণারা। সন্ধ্যার দিকে হোটেল কক্ষে ফিরে বন্ধু-বান্ধব সবাই মাদক সেবনে মত্ত হয়ে ওঠেন। একপর্যায়ে মাদকের ঘোরে বেহুঁশ হয়ে পড়েন স্বর্ণা রশিদ। তাকে নিয়ে যাওয়া হয় কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে। ওই হাসপাতালেই ঘটে তার অকাল মৃত্যু। এ সম্পর্কে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ শাহীন আবদুর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান, শুক্রবার রাত ৮টার দিকে মেয়েটিকে জরুরী বিভাগে নিয়ে আসা হয়। তাকে দেখে ভর্তির পরামর্শ দেয়া হয়। কিন্তু তার বন্ধুরা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে ভর্তি করেনি। তারা ভর্তি না করে ফিরে যান। ফিরে যাওয়ার কিছুক্ষণ পর আবারও মেয়েটিকে হাসপাতালে নিয়ে আসেন তারা। তখন রাত আনুমানিক সাড়ে ৯টা। মেয়েটিকে পরীক্ষা করে দেখা গেল সে মারা গেছে। প্রাথমিক আলামতে দেখা যায়, অতিরিক্ত ইয়াবা সেবন করায় তার মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। এরই মধ্যে বন্ধুদের অনেকেই হাসপাতাল থেকে পালিয়ে যান। তবে পুলিশ ওয়ালী আহমদ খান নামে মেয়েটির এক বন্ধুকে আটক করতে সক্ষম হয়। এদিকে স্বর্ণার পারিবারিক সূত্র জানায়, এ ঘটনা পরিকল্পিত। জেলে আটক ওয়ালী ২২ সিদ্ধেশ্বরী রোডের মনিমান টাওয়ারের বাসিন্দা আলী রেজা খানের ছেলে। শনিবার পুলিশ তাকে সন্দেহজনক ধারায় আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠিয়ে দেন। কক্সবাজার সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক মোঃ শরীফ উল্লাহ জানান, স্বর্ণা তার মামার বাড়িতে যাওয়ার কথা বলে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে আসেন। শুক্রবার রাতে কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যুর খবর পেয়ে শনিবার সকালে ব্যবসায়ী বাবাসহ পরিবারের আরও কয়েক সদস্য ছুটে যান কক্সবাজারে।
×