ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রকাশিত: ১০:১৫, ২৩ ডিসেম্বর ২০১৯

 প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ গত ৭ ডিসেম্বর দৈনিক জনকণ্ঠে ১৮ পৃষ্ঠায় প্রকাশিত ‘চট্টগ্রামে রেলের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে ছাড়’ শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ ব্যক্তিগতভাবে জানিয়েছেন রেলের ডিসিও/চট্টগ্রাম দফতরের প্রধান সহকারী(স্টোর্স) মোহাম্মদ জাকির হাসান। সংবাদটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে অধিকতর অনুসন্ধানের মাধ্যমে তিনি আবারও সংবাদ প্রকাশের অনুরোধ জানিয়েছেন। প্রতিবেদকের বক্তব্য ॥ সংবাদটি মিথ্যা দাবির কোন ডকুমেন্ট নেই প্রতিবাদকারীর কাছে। সরকারী প্রতিষ্ঠানের নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাদা কাগজে ছায়াকপিতে প্রতিবাদের স্বাক্ষর প্রশ্নবিদ্ধ করেছেন তিনি। অধিকতর অনুসন্ধানে ও তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বিভিন্ন দফতরে তিনি ব্যবসার উদ্দেশে কর্মকর্তাদের কক্ষে প্রবেশ-বাহির হওয়ার ফুটেজ সিসি ক্যামেরায় সংরক্ষিত। তিনি ব্যবসায়িক সমিতির নির্বাচনের ভোটার তালিকায়ও প্রতিনিধি হিসেবে রেকর্ডভুক্ত। রেলের জায়গায় নিজ খরচায় সীমানা প্রাচীর দিয়েছেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে যা রেলের বিধানে নেই। এমন তথ্যের সত্যতা বিভাগীয় প্রকৌশলীর দফতরেও নেই। তিনি সত্যতার কাগজপত্র দেখাতেও ব্যর্থ হয়েছেন। চট্টগ্রামের সেগুনবাগানে এ/১নং দ্বিতল ভবনের বেসমেন্ট বীম ভেঙ্গে দরজা ও ব্যক্তিগত গাড়ির গ্যারেজ নির্মাণ পূর্ববর্তী বসবাসকারী করেছেন দাবি করলেও ছবিই কথা বলছে। ২০১৭ সালের ১৫ মার্চ দুপুরে তিনি বসবাসকালীন সময়ে উক্ত সরকারী স্থাপনা ভাংচুরসহ পরিবর্তন ও পরিবর্ধনের ছবি প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।
×