ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফ্রিতে ফিশ পেডিকিওর!

প্রকাশিত: ১০:১১, ২৩ ডিসেম্বর ২০১৯

  ফ্রিতে ফিশ পেডিকিওর!

ইন্দোনেশিয়ার সোতো কোকরো রেস্তরাঁয় আদি কারয়ানভ নামের সাবেকি খাবার বিক্রি হয়। রেস্তরাঁর মালিক ইমাম নূর। প্রতিদিনই প্রচুর ভিড় সেই রেস্তরাঁয়। বহু মানুষ দূর থেকে ছুটে যান সেখানকার সাবেকি খাবারের টানে। শুধু তাইই নয় রেস্তরাঁটিতে রয়েছে ফিশি আকর্ষণ সেটি। খালি পায়ে ঢুকতে হবে ওই রেস্তরাঁয়। জুতা রাখতে হবে বাইরের কাউন্টারে। গুছিয়ে খেতে বসার পর আগেই আপনার চোখে পড়বে জলে ভাসছে সেই রেস্তরাঁ। তবে জল ঢুকে গিয়ে বা পাইপ ফেটে কোন বিপত্তি নয় বরং সেটাই রেস্তরাঁর অন্দরসজ্জা। জলে রয়েছে ছোট ছোট মাছ। যেগুলো আপনার পায়ের মরা চামড়া খেয়ে ফেলে পেডিকিওরের কাজ করবে। আপনার খাওয়ারের মাঝেই চট করে হয়ে যাবে পায়ের যতœ। গোড়ালি ডোবা জলে পা ডুবিয়ে রাখবেন আপনি। আর মাছগুলো জলে ভেসে ভেসে নিজেদের কাজ করে যাবে। রেস্তরাঁয় আসা গ্রাহকদের অনেকেরই দারুণ পছন্দ ওই উদ্যোগ। অনেকে আবার ভয়ও পান। তবে না চাইলে আপনি পা তুলে রাখতে পারেন টেবিলের নিচের পাদানিতে। দক্ষিণ-পূর্ব এশিয়াতে ফিশ পেডিকিওরের চল বহুদিন ধরেই। জলে পা ডুবিয়ে পায়ের মরা চামড়া তুলে ফেলার কাজে ব্যবহার করা হয় মাছ। যদিও মাছ দিয়ে এই কাজ করানো নিয়ে বহু জায়গায় বিতর্ক রয়েছে। উত্তর আমেরিকা ও ইউরোপের বহু জায়গায় এটি নিষিদ্ধ। পিপল ফর ইথিকাল ট্রিটমেন্ট অব এনিমেল (পিইটিএ) সতর্কতা রয়েছে এই কাজে। -ইন্ডিয়া টাইমস
×