ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খাগড়াছড়ি অফিসে তালা

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ সংক্রান্ত শুনানি অনিশ্চিত

প্রকাশিত: ১০:০৮, ২৩ ডিসেম্বর ২০১৯

  পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ সংক্রান্ত শুনানি অনিশ্চিত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পার্বত্য চট্টগ্রামের ভূমি নিয়ে বিরোধ সংক্রান্ত শুনানির বিষয়টি অনিশ্চিত হয়ে গেছে। একদিকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এ ধরনের শুনানি প্রতিহত করার ঘোষণা, অন্যদিকে কমিশনের কার্যক্রম খাগড়াছড়ি সদর দফতরে চালিয়ে যেতে নানা প্রতিবন্ধকতার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, আজ সোমবার পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনে জমা পড়া ২২ হাজার ৯০ আবেদনের শুনানি কার্যক্রম শুরুর ঘোষণা রয়েছে। সুপ্রীমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ আনোয়ারুল হক বর্তমানে এ কমিশনের চেয়ারম্যান। খাগড়াছড়ি শহর এলাকায় এ কমিশনের দফতর হলেও কমিশনের সদস্য হিসাবে পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জেএসএস প্রধান সন্তু লারমা সেখানে যান না। ফলে কমিশনের বৈঠক হয় না বললেই চলে। এ অবস্থায় রাঙ্গামাটি জেলা পরিষদ অফিসে কমিশনের একটি শাখা অফিস করা হয়েছে। অনুরূপভাবে বান্দরবানেও আরেকটি শাখা অফিস করার কথা রয়েছে। এদিকে, কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোঃ আনোয়ারুল হক রবিবার রাঙ্গামাটি পৌঁছেছেন। রাঙ্গামাটির অস্থায়ী কার্যালয়ে আজ তার বৈঠকে বসার কথা রয়েছে। কিন্তু ভূমি নিয়ে বিরোধের শুনানি করা হবে কিনা তা কোন সূত্রই নিশ্চিত করেনি। তবে যেসব আবেদন শুনানির জন্য জমা পড়েছে এর সবই রয়েছে খাগড়াছড়ির সদর অফিসে। রবিবার খাগড়াছড়ির এ প্রধান অফিসটি সারাদিন তালাবদ্ধ দেখা গেছে।
×